এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৩ সেপ্টেম্বর : স্কুল সার্ভিস কমিশনের(এসএসসি) একাদশ-দ্বাদশ শ্রেণীর নিয়োগ দুর্নীতি মামলায় আজ বুধবার আলিপুরে বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী (Paresh Chandra Adhikary) ও তাঁর কন্যা অঙ্কিতা অধিকারী (Ankita Adhikary)। পাশাপাশি গ্রুপ সি মামলায় আত্মসমর্পণ করলেন এই দুর্নীতি মামলার মাস্টারমাইন্ড প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্য এবং এসএসসির কর্তা সমরজিৎ আচার্য,পর্ণা বসু ও মামলায় নাম থাকা ৭৫ জন অভিযুক্ত । তাদের সকলেই জামিন চেয়ে আবেদন করেছেন । হাজিরা দিয়ে এদিন জামিনের আবেদন জানিয়েছেন ওএমআর শিট রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থা নাইসার দুই আধিকারিক নীলাদ্রি দাস ও পঙ্কজ বনশল।
সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে ‘দাগি শিক্ষক’দের যে ১৮০৬ জনের নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন,সেই তালিকায় নাম রয়েছে পরেশচন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর । কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বেআইনি নিয়োগের চাকরি যায় তাঁর।নিয়োগ দুর্নীতিতে একাধিক সময় সিবিআইয়ের মুখোমুখি হয়েছেন পরেশ এবং তাঁর কন্যা। এসএসসি গ্রুপ সি, নবম দশম ও একাদশ দ্বাদশ মিলে নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই। গত শুক্রবার গ্রুপ সি মামলাতেও আলিপুর আদালতে শেষ চার্জশিট জমা পড়ে। এর আগে ওই মামলায় আরও দু’টি চার্জশিট দিয়েছিল সিবিআই। সব মিলিয়ে চারটি চার্জশিট জমা পড়েছে। সব মামলা মিলিয়ে মোট ৭৫ জন অভিযুক্তকে আজ আদালতে হাজিরার জন্য সমন পাঠানো হয়েছিল । প্রায় সকলেই হাজিরা দেয় বলে জানা গেছে ।
জানা গেছে,সিবিআইয়ের তরফ থেকে প্রত্যেকের জামিনের বিরোধিতা করা হয় । সিবিআই আদালতে জামিনের বিরোধিতা করে যুক্তি দিয়েছে যে, প্রত্যেকটি মামলার চরিত্র আলাদা। আর এই দুর্নীতি সমাজে বড়সড় প্রভাব ফেলেছে । তাই অভিযুক্তদের জামিন দেওয়া অনুচিত হবে । সবপক্ষের সওয়াল জবাব শোনার পর এখনও পর্যন্ত কোনও নির্দেশ দেয়নি আলিপুর বিশেষ সিবিআই আদলত। নির্দেশ সংরক্ষণ রাখা হয়েছে।।