এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৩ সেপ্টেম্বর : পাকিস্তান থেকে বড় ধরনের বিস্ফোরণের খবর সামনে এসেছে৷ কোয়েটার (Quetta) শাহওয়ানি স্টেডিয়ামে আয়োজিত একটি সমাবেশে শক্তিশালী আত্মঘাতী বোমা হামলায় ১১ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে ৩০ জনেরও অধিক ৷ এটি রাজনৈতিক দল বেলুচিস্তান ন্যাশনাল পার্টি (বিএনপি) মেঙ্গলের সমাবেশ ছিল, যা সর্দার আতাউল্লাহ মেঙ্গলের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়েছিল। এই হামলার জন্য ফিতানা অল খারিজ বিদ্রোহী গোষ্ঠীকে দায়ি করেছে পাকিস্তান ।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানি বাহিনীর উপর ব্যাপক আঘাত হানছে স্বাধীনতাকামী বেলুচ যোদ্ধারা । পাকিস্তান ২০২৫ সালের আগস্ট মাসকে সন্ত্রাসী হামলার জন্য এক দশকের মধ্যে সবচেয়ে খারাপ মাস হিসেবে ঘোষণা করেছে। টিটিপি দাবি করেছে, আগস্টে ৫৫৬টি হামলা চালিয়েছে । যাতে ৫৪৪ জন পাকিস্তানি সেনাকর্মী নিহত এবং ৯৩০ জন আহত হয়েছে৷ বালুচ গ্রুপ ব্রাস আগস্টে ৭৬টি হামলার দায় স্বীকার করেছে এবং জেহরি শহর দখল করেছে, যাতে ৩৭ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে বলে দাবি করেছে ।
সূত্রমতে, আগামী ৬ মাসে পাকিস্তানের পরিস্থিতি আরও খারাপ হবে—- যা খুবই অপ্রত্যাশিত শেহবাজ শরিফের জন্য । এর জন্য পাকিস্তান সেনাবাহিনীকেই দায়ী করা হচ্ছে ।।

