এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ সেপ্টেম্বর : সুপ্রিম কোর্টের নির্দেশের পর পশ্চিমবঙ্গ সরকার ১,৮০৬ জন “দাগি” শিক্ষক শিক্ষিকার নামের তালিকা প্রকাশ করেছে । যাতে অনেক পরিচিত তৃণমূল নেতা ও তাদের পরিবারের সদস্যদের নাম রয়েছে । যদিও আজ সুপ্রিম কোর্ট আজ সোমবার দাগি” শিক্ষক শিক্ষিকার এত কম সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে এসএসসি-এর কাছে বিষয়টি জানতে চেয়েছে । এদিকে তৃণমূল সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির প্রতিবাদে আজ সোমবার দুপুরে বিধানসভার বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পরিষদীয় দলের বিক্ষোভ সমাবেশ হয় । যেখানে শ্লোগান তোলা হয় : “চাকরি চোর গদি ছোড়”। পাশাপাশি প্রত্যেকের হাতে “চাকরি তুমি করছ চুরি /গদি ছাড়ো তাড়াতাড়ি” লেখা পোস্টার দেখা গেছে ।
শুভেন্দু অধিকারী বলেছেন,পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে অনিচ্ছা সত্ত্বেও ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ১,৮০৬ জন “দাগি” শিক্ষক শিক্ষিকার নামের তালিকা প্রকাশ করেছে, যাতে এই দাগি প্রার্থীরা আগামী দিনে নতুন পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে।
এসএসসি-র প্রকাশিত তালিকায় থাকা অধিকাংশ প্রার্থী-ই নতুন নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্যে আবেদন করেছিল। দাগি হওয়া সত্ত্বেও এদের দুর্নীতিগ্রস্ত এসএসসি এবং মমতা সরকার সহায়তা প্রদান করেছিল পুনরায় চাকরি বিক্রি করার উদ্দেশ্যে। অথচ সুপ্রিম কোর্ট সুনির্দিষ্টভাবে এসএসসিকে দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করতে নির্দেশ দেয়, যাতে তারা নতুন পরীক্ষায় অংশ নিতে না পারে।
শুভেন্দু অধিকারী আরও বলেছেন, ইতিপূর্বে মহামান্য সুপ্রিম কোর্ট ২০১৬ সালের সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়াকে দুর্নীতিগ্রস্ত বলে ২৫,৭৫৩ শিক্ষক ও শিক্ষা কর্মীদের চাকরি বাতিল করতে বাধ্য হয়েছিলেন, বারংবার নির্দেশ সত্ত্বেও এসএসসি এবং পশ্চিমবঙ্গ সরকার যোগ্য প্রার্থীদের তালিকা জমা না দেওয়ায়। এই দাগিদের রক্ষা করতে গিয়ে যোগ্য প্রার্থীদের বিসর্জন দিয়েছে এবং তাদের ভবিষ্যৎ নষ্ট করেছে মমতা সরকার।
আজ, আমি পশ্চিমবঙ্গ বিধায়কদের সাথে পশ্চিমবঙ্গ বিধানসভার চত্বরে মমতা সরকারের চাকরি বিক্রির দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। এই দুর্নীতিগ্রস্ত এসএসসি মমতা সরকার অনুমোদিত রেট চার্টের মাধ্যমে শিক্ষকদের চাকরি খোলা বাজারে বিক্রি করেছে।।