এইদিন ওয়েবডেস্ক,মালদা,০১ সেপ্টেম্বর : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগেই মালদায় তৃণমূলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে । মালদার বৈষ্ণবনগর বিধানসভার গোলাপগঞ্জ বাবুরবোনা জিবিএস হাই মাদ্রাসা পরিচালন সমিতির ভোটে তৃণমূলকে পরাজিত করে জয়ী হয়েছে তৃণমূলেরই বিক্ষুব্ধ গোষ্ঠীর নির্দল প্রার্থীরা । ভোটে জেতার পর রবিবার রাতে বিজয় উল্লাসে মেতে ওঠে তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীর লোকজন । তৃণমূল সমর্থিত প্রার্থীরা বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকারের গোষ্ঠীর এবং তৃণমূল সমর্থিত জয়ী নির্দল প্রার্থীরা মালদার তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষের গোষ্ঠীর অনুগামী বলে জানা গেছে ।
গতকাল মালদা জেলার কালিয়াচক-৩ নম্বর ব্লকের বৈষ্ণবনগর বিধানসভার গোলাপগঞ্জ বাবুরবোনা জিবিএস হাই মাদ্রাসার পরিচালন সমিতির ভোট হয় । সকাল ৯টা থেকে বিকাল চারটা পর্যন্ত কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে মাদ্রাসা পরিচালন সমিতির ভোট অনুষ্ঠিত হয়। ভোটে মোট ১৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে । যার মধ্যে কংগ্রেসের ৬জন, তৃণমূল সমর্থিত ৬জন এবং তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী ৬ জন এবং একজন নির্দল প্রার্থী ছিল । রাত আটটার দিকে ফলাফল ঘোষণা হয় । তাতে দেখা যায় যে শাসকদলকে ধরাশায়ী করে দিয়েছে বিক্ষুদ্ধ গোষ্ঠীর নির্দল প্রার্থীরা । তারা ছয়টি আসনের মধ্যে ছয়টিতেই জয় হাসিল করে । তৃণমূল সমর্থিত যে ৬জন প্রার্থী শোচনীয় ভাবে পরাজিত হন । রাতে রাস্তায় নেমে বিজয়োল্লাসে সামিল হন কালিয়াচক-৩নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রোজিজ আলম, সুজিত ঘোষ, তৃণমূল নেতা জিয়াউল সেখ, মোতাহার সেখ, মাসুদ মিঞা সহ অন্যান্য বিক্ষুব্ধ নেতারা ।।

