আজিজুর রহমান,গলসি(পূর্ব বর্ধমান),০১ সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলার গলসি বিধানসভা জুড়ে গন টিকাকরনের উদ্দ্যোগ নিলেন পুরসা ব্লক স্বাস্থ্যকেন্দ্রের বিএমএইজও ফারুক হোসেন । মানুষের হয়রানি কমাতে স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে কোভিডের টিকা দেওয়ার ৪-৫ টি শিবিরের ব্যবস্থা করা হয় । এছাড়াও গলসি-১ ব্লকের ৭ জায়গায় পৃথক পৃথক ভ্যাকসিনেশন ক্যাম্প করা হয় । শুধু মঙ্গলবারে ৫ হাজারের অধিক মানুষকে টিকা দেওয়া হয় বলে খবর ।
এদিকে টিকা নেওয়ার জন্য আগের দিন রাত থেকে ব্লক স্বাস্থ্যকেন্দ্রের সামনে লাইনে এসে দাঁড়ান অসংখ্য মানুষ । সকাল হতেই দেখা যায় প্রায় এক কিমি দীর্ঘ লাইন পড়ে গেছে । স্থানীয় ঝারুল গ্রামের বিষ্ণুপদ বন্দ্যোপাধ্যায়, অভিরামপুর গ্রামের বাসিন্দা ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায়, পোতনা গ্রামের বাসিন্দা তুলিকা বাগদিরা বলেন, ‘করোনার টিকা নেওয়ার জন্য আগের দিন রাত থেকে আমরা লাইন দিয়েছি । তখনই তিনশোর অধিক লাইন পড়ে যায় । সকাল থেকে আরও ভিড় বাড়ে । তবে শেষ পর্যন্ত আমরা অবশ্য টিকা পেয়েছি ।’
ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক ফারুক হোসেন বলেন, ‘সকাল থেকেই কয়েক হাজার মানুষ টিকা নেওয়ার জন্য লাইনে এসে দাঁড়িয়ে থাকেন । সেই মত পর্যাপ্ত স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা হয়েছিল । বিশৃঙ্খলা এড়াতে হাসপাতালের প্রতি গেটে সিভিক ভলেন্টিয়ার্স মোতায়েন রাখা ছিল । ছিল সিসিটিভির নজরদারি ।’ তিনি জানিয়েছেন, হাসপাতালের পাশাপাশি একই দিনে এলাকার সাতটি পঞ্চায়েতের সাত জায়গায় শিবির করে ভ্যাকসিন দেওয়া হয়েছে । শুধু মঙ্গলবারে ৫ হাজারের অধিক মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে বলে জানান বিএমওএইচ ।
তবে বহু মানুষ ওইদিন করোনার টিকা না পেয়ে ঘুরে যান । দিনভর লাইনে দাঁড়িয়ে টিকা না পাওয়ায় তাঁরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন । বিএমওএইচ সকলকে আশ্বস্ত করে জানিয়েছেন, সকলেই করোনার টিকা পাবেন । ফের এভাবে বৃহৎ আকারে টিকাকরন শিবির করা হবে ।।