প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,৩১ আগষ্ট : কোভিডের ভ্যাকসিন নেওয়ার লাইনে থাকা মানুষজনের ধাক্কাধাক্কি হুড়োহুড়ির মধ্যে পড়ে গিয়ে আহত হলেন এক সিভিক ভলেন্টিয়ার সহ দু’জন । মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি পৌর এলাকার পথসাথীতে । আহত শুভজিত রায় নামে মেমারির এক বাসিন্দাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । মেমারি থানার অতিরিক্ত পুলিশ বাহিনী পরে পথসাথীতে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মেমারির পথসাথীতে দৈনিক ১২০০ থেকে ১৫০০ জনকে কোভিডের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সোমবার মেমারির ১৫০০ জন বাসিন্দাকে ভ্যাকসিনের কুপন দেওয়া হয়ে । এদিন সকালে পথসাথীতে ভ্যাকসিন নেওয়ার জন্য লাইন পড়ে যায় । বিকেলে বৃষ্টি শুরু হলে লাইনে দাঁড়ানো মানুষজন ফাঁকা জায়গা থেকে একসঙ্গে পথসাথীর ভিতরে ঢোকার চেষ্টা করলে ধাক্কাধাক্কি হুড়োহুড়ি শুরু হয়। সেই হুড়োহুড়ির মাঝে পড়ে গিয়ে একজন সিভিক ভলেন্টিয়ার সহ দু’জন আহত হন। জখমদের মধ্যে মেমারির বাসিন্দা শুভজিৎ রায়কে প্রথমে মেমারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁর রক্তক্ষরণ বন্ধ না হওয়া তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।খবর পেয়ে মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ী পথসাথীতে যান। তিনি যদিও বিষয়টিকে বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যান। একই সঙ্গে তিনি জানান, আগামী শুক্রবার থেকে দুয়ারে ভ্যাকসিন চালু হচ্ছে । , ১৮ উর্ধ্বশারীরিক ভাবে অক্ষম এবং ষাটোর্ধ্ব ব্যক্তিরি ওইদিন থেকে বাড়িতে বসেই ভ্যাকসিন পরিষেবা পেয়ে যাবেন ।।