এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,৩১ আগস্ট : বিরোধী দলনেতা ও পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী গতকাল ঘোষণা করেছিলেন যে জেলা থেকে তৃণমূলকে সমূলে উপড়ে ফেলবেন । তবে এটা তার যে নিছক হুংকার নয় তা একের পর এক সমবায় নির্বাচনের ফলাফলে প্রমাণ পাওয়া যাচ্ছে । গতকাল পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী-২ ব্লকের সাতখণ্ড সাহেব নগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড -এর পরিচালন সমিতি নির্বাচনে ৯-০ ফলাফলে তৃণমূলকে নিশ্চিহ্ন করে দিয়েছিল বিজেপি । আজ শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-১ ব্লকের সোনাচূড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড-এর পরিচালন সমিতি নির্বাচনে সেই ধারা অব্যাহত রাখে গেরুয়া শিবির । এই সমবায়ের ১২ টি আসনের মধ্যে একটিতেও তৃণমূল জিততে পারেনি । ফলাফল ঘোষণার পর বিজেপির নেতাকর্মীরা গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন এবং স্লোগান তোলেন “পশ্চিমবঙ্গ থেকে রোহিঙ্গা তৃণমূলকে হটাও” ও “চোর তৃণমূল হঠাও” ।
শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘নন্দীগ্রাম বিধানসভায়, নন্দীগ্রাম ১ নং ব্লকের সোনাচূড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড-এর পরিচালন সমিতি নির্বাচনে ১২-০ ফলাফলে চোরেদের পরাজিত করে রাষ্ট্রবাদী প্রার্থীরা জয়লাভ করেছেন। রাষ্ট্রবাদীদের নির্বাচিত করার জন্য ভোটদাতা সকল সমবায়ী বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং নির্বাচিত সকল সদস্যদের জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাই।’
নন্দীগ্রাম ব্লক তৃণমূল সভাপতি বলেন, এই জয়লাভ বিজেপির জয়লাভ । এই জয়লাভ শুভেন্দু অধিকারীর জয়লাভ । নন্দীগ্রামের মাটি বিজেপির মাটি, শুভেন্দু অধিকারীর মাটি । এখানে কোথাও তৃণমূল কংগ্রেস কেশাগ্র স্পর্শ করতে পারবেনা । সব জায়গায় হারাবো । বিধানসভায় মমতা ব্যানার্জিকে রেকর্ড ভোটে হারাবো ।’ উল্লেখ্য,এনিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ৫৪ টি সমবায়ে জয়লাভ করল বিজেপি ।।