এইদিন বিনোদন ডেস্ক,৩১ আগস্ট : বহু জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয় করা অভিনেত্রী প্রিয়া মারাঠে মারা গেছেন। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলেন ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী । ক্যান্সার থেকে সেরে ওঠা প্রিয়ার আবারও এই রোগ দেখা দেয় । চিকিৎসা চলা সত্ত্বেও, এটি কার্যকর হয়নি । শনিবার (৩০ আগস্ট) মুম্বাইয়ের মীরা রোডে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী । প্রিয়া মারাঠে ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন, যা ১৪২৪টিরও বেশি পর্বে প্রচারিত হয়েছিল । প্রিয়া অনেক টিভি শো এবং ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন।
১৯৮৭ সালের ২৩শে এপ্রিল মুম্বাইয়ে জন্মগ্রহণকারী প্রিয়া মারাঠি ধারাবাহিক ‘ইয়া সুখনোয়া’-এর মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। তিনি জি চ্যানেলের ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকে ‘বর্ষা সতীশ’ চরিত্রে অভিনয় করেন। এই চরিত্রটি তাকে প্রচুর খ্যাতি এনে দেয়। তিনি মারাঠি ধারাবাহিক ‘ইয়া সুখনয়’ এবং ‘চার দিবস সাসুচে’ তে অভিনয় করেছিলেন। তিনি একতা কাপুরের বালাজি টেলিফিল্মসের ধারাবাহিক ‘কসম সে’ তে বিদ্যা বালির চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি কমেডি সার্কাসের প্রথম সিজনেও অভিনয় করেছিলেন। ২০১২ সালের এপ্রিলে, তিনি সনি টিভির ধারাবাহিক ‘বড়ে আচ্ছে লাগে হ্যায়’ তে জ্যোতি মালহোত্রার চরিত্রে অভিনয় করেছিলেন।
প্রিয়া মারাঠে ‘তু তিথে মে’, ‘ভাগে রে মন’, ‘জৈস্তুতে’, ‘ভারত কা বীর পুত্র – মহারানা প্রতাপ’ ইত্যাদি সিরিয়ালে অভিনয় করেছেন। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি ‘হামনে জিনা শিখ লিয়া’-তে অভিনয় করেছিলেন প্রিয়া । তিনি নিহাল নিহাল পরিচালিত মারাঠি ছবি ‘তি আনি ইথারভিন’-এও অভিনয় করেছিলেন।।