এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),৩০ আগস্ট : রাজ্যে বিধানসভার ভোটের বাকি হাতে গোনা আর কয়েকমাস । ইতিমধ্যেই কমিশন নীবিড় সংশোধন কর্মসূচী এস আই আর-এর কাজ প্রাথমিক স্তরে শুরু করে দিয়েছে ৷ সেই সুযোগে সক্রিয় হয়ে উঠেছে প্রতারণা চক্র । নির্বাচন কমিশনের নামে বাড়ি বাড়ি ঘুরে কিছু চক্র ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে শুরু করেছে বলে খবর আসছে । এমন একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ ৷ পুলিশ ধৃতকে বর্ধমান শহরের শ্রীপল্লী এলাকার বাসিন্দা হিমাদ্রি ঘোষ (২৪) নামে চিহ্নিত করেছে ৷ ধৃতের কাছ থেকে একটি ল্যাপটপ, মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ । আজ শনিবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয় ।
অভিযোগ যে,বেশ কিছুদিন ধরে কাটোয়া এলাকার বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে সচিত্র পরিচয়পত্র সহ পারিবারিক আরও কিছু তথ্য সংগ্রহ করছিল একটি চক্র । তারা নিজেদের নির্বাচন কমিশন অনুমোদিত সংস্থার কর্মী বলে পরিচয় দেয় । কাটোয়া থানার করজগ্রামের বাসিন্দা অরিন্দম মণ্ডল নামের এক যুবকের অভিযোগ, তাদের গ্রামেও চক্রটি সার্ভের নামে গ্রামবাসীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছিল । কিন্তু তিনি সংস্থার পরিচয়পত্র দেখতে চাইলে তারা দেখাতে পারেনি বলে পুলিশকে জানিয়েছেন অরিন্দম৷
জানা গেছে,প্রতারণাচক্র সন্দেহ করে অরিন্দম মণ্ডল নির্দিষ্ট করে হিমাদ্রি সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । তার ভিত্তিতে পুলিশ বর্ধমান শহরের শ্রীপল্লী এলাকা থেকে হিমাদ্রি ঘোষকে গ্রেপ্তার করে নিয়ে আসে ।।

