এইদিন স্পোর্টস নিউজ,৩০ আগস্ট : ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের দিকে আর এক ধাপ এগিয়ে গেলেন সার্বিয়ান কিংবদন্তি নোভাক জোকোভিচ। ছাপিয়ে গেলেন সুইস কিংবদন্তি রজার ফেদেরারের অনেক রেকর্ডই ৷ যদিও জোকোভিচের পথটা সহজ ছিল না। প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখোমুখি তো হতে হয়েছেই তাকে, লড়তে হয়েছে তাকে নিজের চোটের সঙ্গেও। কিন্তু শেষ পর্যন্ত জয়ের হাসি মুখেই কোর্ট ছেড়েছেন তিনি। আর এই জয়ে ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের চেষ্টায় আরেক ধাপ এগিয়েছেন জোকোভিচ। ক্যামরন নরিকে ৬-৪, ৬-৭ (৪), ৬-২, ৬-৩ গেমে হারিয়ে তিনি ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেছেন ।
১৯৯১ সালে যুক্তরাষ্ট্রের জিমি কনর্সের পর এই টুর্নামেন্টের শেষ ষোলোয় জায়গা করে নেওয়া প্রথম ৩৮ বছর বয়সী খেলোয়াড় জোকোভিচই। মেজর টুর্নামেন্টে হার্ডকোর্টে জোকোভিচের ১৯২তম জয় এটি। এখানেই তিনি পেছনে ফেলেছেন ফেদেরারকে।
নরির বিপক্ষে সাত ম্যাচ খেলে সবকটিতেই জিতলেন তিনি । এবারের জয়টি যদিও সহজে আসেনি। প্রথম সেটে ৫-৪ গেমে এগিয়ে থাকার সময় পিঠের নিচের দিকে ব্যাথা অনুভব করেন তিনি। কোর্টের বাইরে গিয়ে চিকিৎসা নিয়ে ফিরে প্রথম সেট জিতে নেন। দ্বিতীয় সেটের মাঝামাঝি আবার ব্যথার কারণে চিকিৎসা নিতে হয় তাকে। তার সার্ভের গতিও কমে যায় । তুমুল লড়াইয়ের পর ওই সেট জিতে নেন নরি। তবে পরের দুই সেটে নরিকে উড়িয়ে দেন জোকোভিচ।
জয়ের পর জোকোভিচের প্রতিক্রিয়া হল : এরকম উত্থান-পতন থাকেই। প্রতিদ্বন্দ্বিদের কাছে খুব বেশি কিছু খোলাসা করা যাবে না। তারা দেখছে ও শুনছে।।