এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,৩০ আগস্ট : দুই যুবকের মারামারি থামাতে গিয়ে খুন হয়ে গেলেন এক যুবক । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে । নিহত যুবকের নাম সৌভিক দত্ত (২৪)। ওই এলাকাতেই তার বাড়ি । এই ঘটনায় ঘাতক অমিত রায়চৌধুরীসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃত অপর যুবকের নাম টুনটুন রায় । একটা ধারালো ছুরি দিয়ে সৌভিকের গলা কেটে দেয় অমিত । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
জানা গেছে,প্রতি বছরের মত এবছরেও লিলুয়া থানা এলাকার পটুয়াপাড়ায় গনেশ চতুর্থির আয়োজন করা হয়েছিল । বৃহস্পতিবার রাতে প্রসাদ বিতরণ করা হয় । রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ মন্ডপের বাইরে একই এলাকার দুই যুবক অমিত রায়চৌধুরী ও টুনটুন রায়ের মধ্যে ঝামেলা বাধে । সেই সময় টুনটুনকে মারধর করে অমিত। দেখতে পেয়ে তাদের ঝামেলা থামাতে যান সৌভিক । কিন্তু অমিত তাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করে । তারই মাঝে সে সৌভিকের উপর চড়াও হয়ে পকেট থেকে একটি ছুরি বের করে তার গলায় চালিয়ে দেয় অমিত । রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন সৌভিক। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
জানা গেছে,এলাকায় অত্যন্ত ভদ্র ও পরোপকারী হিসেবেই পরিচিত ছিলেন সৌভিক। একারনে প্রতিটি মানুষ তাকে স্নেহ করতেন । ফলে অকারণ নৃশংসভাবে তাকে খুন করার বিষয়টি কেউ মেনে নিতে পারছেন । ঘটনার পর জনমানসে তীব্র ক্রোধের সৃষ্টি হয়েছে । অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।।