এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৯ আগস্ট : ভোটার তালিকা থেকে বাংলাদেশী ও রোহিঙ্গা অনুপ্রবেশকারী, মৃত ভোটার চিহ্নিত করে স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করার কাজ শুরু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন । যাকে ঘুরপথে এনআরসি তকমা দিয়েছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । এছাড়া মমতা ব্যানার্জি রাজ্যের মানুষদের কাছে আহ্বান জানিয়ে বলেছেন যে কেন্দ্রের দল এসে নথিপত্র দেখাতে বললে কেউ দেখাবেন না । কারণ সেই নথিপত্র দিল্লিতে নিয়ে গিয়ে ভোটার তালিকা থেকে আপনাদের নাম দিয়ে দেবে । এটা স্পষ্টতই উসকানিমূলক বিবৃতি । মমতা ব্যানার্জির এই বিবৃতিতেই বোঝা যায় যে নির্বাচন কমিশনের এসআইআর নিয়ে কতটা আতঙ্কিত তারা । কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের গলাতেও সেই আতঙ্কর ছাপ ফুটে উঠেছে । তিনি আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মাথা কেটে টেবিলে রাখার ইচ্ছা প্রকাশ করেছে । মহুয়া মৈত্র বলেছেন, যদি দেশকে অনুপ্রবেশকারীদের হাত থেকে রক্ষা করা না যায়, তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মাথা কেটে টেবিলের উপর রাখা উচিত।
পশ্চিমবঙ্গ বিজেপি সাংসদ মহুয়া মৈত্রর বক্তব্যের ভিডিওটি শেয়ার করে এর সমালোচনা করে বলেছে, “স্বরাষ্ট্রমন্ত্রীর শিরশ্ছেদের বিষয়ে মহুয়ার বক্তব্য টিএমসির হতাশা প্রকাশ করছে এবং বাংলার সুনাম নষ্ট করছে।”
ভিডিওতে মহুয়াকে বলতে শোনা গেছে,আমি জিজ্ঞেস করছি যে যদি ভারতে সীমান্ত রক্ষা করার কেউ নেই….যে আমাদের মা-বোনদের ওপর চোখ দিচ্ছে… আমাদের জমি কেড়ে নিচ্ছে,তাহলে আর প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত । যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে স্বরাষ্ট্র মন্ত্রক দেশের বর্ডার কে রক্ষা করতে পারে না…. চোখে নজর দিচ্ছে….হিন্দিতে কি একটা বলল নাকি শব্দ…. আমাদের জমি দখল করে নিচ্ছে, তাহলে দোষটা কার ? দোষটা আমাদের না দোষটা আপনার ? এখানে বিএসএফ আছে । আমরাও তাদের ভয়ে থাকি ভাই ৷’
তৃণমূল সাংসদের এই বক্তব্যের তীব্র আপত্তি জানিয়ে বিজেপি বলেছে যে, এই বক্তব্য প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেস তার হিংসাত্মক মানসিকতা দিয়ে বাংলাকে বিকশিত হতে দিচ্ছে না। এই বক্তব্যের বিরুদ্ধে নদীয়া জেলার কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে বিজেপি।।