এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৭ আগস্ট : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালের একটি তালাবন্ধ পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হল এক ব্যক্তির পচাগলা মৃতদেহ । আজ বুধবার দুপুরে ওই ঘরের খোলা জানালা দিয়ে কেউ লাশটিকে দেখতে পেলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । খবর পেয়ে সেখানে আসে কাটোয়া থানার বিশাল পুলিশবাহিনী ৷ আসেন মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) । তবে ঘরের মূল দরজার চাবি খুঁজে পাওয়া যায়নি বলে জানা গেছে। শেষে পিছনের একটি দরজা খোলা অবস্থায় থাকায় পুলিশ সেটা দিয়ে ঘরে প্রবেশ করে । তবে ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি । সে কেন ও কিভাবে ওই ঘরে গেল এবং কিভাবে মৃত্যু হয়েছে তার ? এনিয়ে বিস্তর প্রশ্ন উঠছে ।
জানা গেছে,কাটোয়া হাসপাতালে পুরুষদের ওয়ার্ডের পিছন দিকে রয়েছে ওই পরিত্যক্ত ঘরটি । এক সময়ে ঘরটি স্টোররুম হিসাবে ব্যবহার হত। দীর্ঘদিন তালা বন্ধ থাকায় তালাকে জং ধরে গেছে । ওই ঘরের একটি দরজায় পোষ্টারে ‘মেল ড্রাইভার বাথরুম’ লেখা দেখতে পাওয়া যায় ।
জানা গেছে, ওই ঘরের আশেপাশে রয়েছে ঝোপ জঙ্গল । সেই ঝোপজঙ্গলে জ্বালানির কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন স্থানীয় একজন মহিলা । দুপুর প্রায় দুটো নাগাদ মহিলা প্রচন্ড দুর্গন্ধ পেয়ে ঘরের একটি খোলা জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন । তখন তিনি সম্পূর্ণ নগ্ন এক ব্যক্তির পচা গলা লাশ পড়ে থাকতে দেখেন । লাশটির পায়ের দিকে পড়ে আছে একটি নীল রঙের চাদর । এরপর তিনি ছুটি এসে হাসপাতালের দু’একজন কর্মীকে ঘটনার কথা জানান । খবর যায় কাটোয়া থানায় । পরে বিশাল পুলিশ বাহিনী আসে হাসপাতালে । কিন্তু ঘরের মূল দরজার চাবি খুঁজে পাওয়া যায়নি । শেষে মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি প্রায় ঘন্টা দুয়েক পর ওই ঘরের পিছনে একটি খোলা দরজা দেখতে পান । সেই দরজা দিয়ে পুলিশ ঘরে ঢোকে ।
এদিকে এই ঘটনার পর হাসপাতালে নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে । নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে কিভাবে ব্যক্তিটি ওই ঘরে গেল তা নিয়ে প্রশ্ন উঠছে । প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে অন্তত ১০-১২ দিন আগে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির । কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে । মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি ।।

