এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৭ আগস্ট : দু’পাশের রেললাইন দিয়ে ট্রেন চলাচল করছে । একপাশের লাইনে পড়ে রয়েছে লাল কাপড় দিয়ে মোড়ানো একটা সন্দেহজনক বস্তু । স্থানীয় কয়েকজন বাসিন্দার নজর পড়লে তারা কৌতুহল বশত কাপড় সরাতেই চমকে ওঠেন ৷ তারা দেখেন সেটা কোনো বস্তু নয়,বরঞ্চ সদ্যোজাত একটা ফুটফুটে শিশুর নিথর দেহ ৷ আজ বুধবার সকালে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন রেল লাইনের পাশে ওই শিশুটির মৃতদেহের সঙ্গে এমন চুড়ান্ত অমানবিক আচরণে ক্ষোভে ফুঁসে ওঠেন এলাকাবাসী । তাদের সন্দেহ যে হাসপাতাল বা পার্শ্ববর্তী কোনো নার্সিংহোম থেকেই সদ্যোজাত শিশুর দেহটি ওভাবে ফেলে রাখা হয়েছে ।
রেলপুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ।ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । স্থানীয় বাসিন্দাদের সন্দেহ প্রমান লোপাটের জন্য কেউ বা কারা পথকুকুর ও কাকের খাবার জন্য শিশুটির দেহ ওভাবে ফাঁকা জায়গায় ফেলে রেখে গেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।