বিঘ্নেশ্বর অষ্টোত্তর শতনাম স্তোত্রম হল বিঘ্নেশ্বর বা শ্রী গণেশের একহাজার আটটি নামের স্তোত্র। এটি ভগবান গণেশের মাহাত্ম্য বর্ণনা করে এবং ভক্তি ও শান্তি লাভের জন্য পাঠ করা হয়।
এই স্তোত্রটি বিঘ্নেশ্বর বা গণেশের প্রতি ভক্তিপূর্ণ মন নিয়ে পাঠ করা হয়। এটি পাঠ করলে শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল লাভ হয় বলে বিশ্বাস করা হয়। বিঘ্নেশ্বরকে বাধা দূর করার দেবতা হিসেবে মানা হয়। এই স্তোত্র পাঠ করলে জীবনের বাধা-বিপত্তি দূর হয়।
বিনায়াকো বিঘ্নরাজো গৌরীপুত্রো গনেশ্বরঃ।
স্কন্দাগরাজো’ব্যয়ঃ পুতো ডাকো’ধ্যক্ষো দ্বিজপ্রিয়ঃ ॥১
অগ্নিগর্বাচচিন্দ্রাশ্রীপ্রদো বানীপ্রদো’ব্যয়ঃ
সর্বসিদ্ধিপ্রদা-শর্বতনয়ঃ শ্বর্বরীপ্রিয়ঃ ॥ ২ ।।
সর্বাত্মকঃ সৃষ্টিকর্তা দেবোঽনেকার্চিতশ্শিবঃ ।
শুদ্ধো বুদ্ধিপ্রিয়া-শান্তো ব্রহ্মচারী গজাননঃ ॥ ৩৷
দ্বৈমাত্রেয়ো মুনিস্তুত্যো ভক্তবিঘ্নবিনাশনঃ।
একদন্ত-শচতুর্বাহু-শচতুর-শক্তিসংযুক্তঃ ॥ ৪৷।
লম্বোদার-শুর্পকর্ণো হর-রব্রহ্মবিদুত্তমঃ।
কালো গ্রহপতিঃ কামি সোমসূর্য্যাগ্নিলোচনঃ ॥ ৫৷
পাশঙ্কুশধারা-শচন্ডো গুনাতিতো নিরঞ্জনঃ।
অকলমশ-স্বয়ংসিদ্ধ-সিদ্ধার্চিতপদামবুজঃ ॥ ৬।।
বীজপুরফলাসক্তো বরদা-শাশ্বতঃ কৃতী।
বিদ্বত প্রিয়ো বিতভয়ো গাদি চক্রীক্ষাপ্রধান৷ ৭।।
শ্রীদো’জ উৎপলকারঃ শ্রীপতি স্তুতিহর্ষিতাঃ।
কুলাদরিভেত্তা জটীলঃ কালিকলমাশানাশনঃ।। ৮ ৷।
চন্দ্রচূড়মণিঃ কান্তঃ পাপাহারি সমহিতঃ।
অশ্রিতা-শ্রীকার-সৌম্যো ভক্তভানাচিতাদায়কঃ ॥ ৯ ৷।
শানতঃ কৈবল্যসুখদা-সচ্চিদানন্দবিগ্রহঃ।
জ্ঞানী দায়ুতো দান্তো ব্রহ্মদ্বেষবিবর্জিতঃ ॥ ১০।।
প্রমত্তাদৈত্যভয়দঃ শ্রীকণ্ঠো বিবুধেশ্বরঃ।
রামার্চিতো নিধি-নাগরজয়জ্ঞোপবিতাভান ॥ ১১৷।
স্থুলকাংটহঃ স্বয়ংকর্তা সমাঘোষপ্রিয়ঃ পরঃ
স্থুলতুনণ্ডো’গ্রাণি-রধিরো বাগীশঃ-সিদ্ধিদায়কঃ ||১২ ||
দূর্বাবিল্বপ্রিয়ো’ব্যক্তমূর্তি-রাদ্ভূতমূর্তিমান।
শৈলেন্দ্রতনুজোৎসাংগাখেলানোত্সুকামানাসাঃ ॥১৩৷।
স্বলাবণ্যসুধাসারজিতমন্মথবিগ্রহঃ ।
সমস্তজগদাধারো মায়ী মূষকবাহনঃ ॥১৪।।
হৃষ্ট-স্তুষ্টঃ প্রসন্নাতমা সর্বসিদ্ধিপ্রদায়কঃ।
অষ্টোত্তরশতেনৈবং নামনাম বিঘ্নেশ্বরং বিভূম ॥১৫।।
তুষ্টব শংকরঃ পুত্রঃ ত্রিপুরঃ হন্তুমুদ্যতঃ।
যঃ পূজয়েদানেনৈব ভক্ত্য সিদ্ধিবিনায়াকম ॥১৬।।
দূর্বাদলৈ-র্বিল্বপত্রৈঃ পুষ্পৈর্বা চংদনাক্ষতৈঃ ।
সর্বান্কামানবাপ্নোতি সর্ববিঘ্নৈঃ প্রমুচ্যতে ॥
।। ইতি বিঘ্নেশ্বরাষ্টোত্তর শতনামস্তোত্রং সংপূর্ণম্ ।।
এছাড়াও আজকের গণেশ চতুর্থীর এই শুভ দিনে গণেশ অষ্টোত্তর শত নামাবলি পাঠ আপনার জীবন মঙ্গলময় করে তুলবে :
|| গণেশ অষ্টোত্তর শত নামাবলি ||
ওং গজাননায় নমঃ |
ওং গণাধ্য়ক্ষায় নমঃ |
ওং বিঘ্নরাজায় নমঃ |
ওং বিনায়কায় নমঃ |
ওং দ্বৈমাতুরায় নমঃ |
ওং দ্বিমুখায় নমঃ |
ওং প্রমুখায় নমঃ |
ওং সুমুখায় নমঃ |
ওং কৃতিনে নমঃ |
ওং সুপ্রদীপায় নমঃ || ১০ ||
ওং সুখ নিধয়ে নমঃ |
ওং সুরাধ্য়ক্ষায় নমঃ |
ওং সুরারিঘ্নায় নমঃ |
ওং মহাগণপতয়ে নমঃ |
ওং মান্যায় নমঃ |
ওং মহা কালায় নমঃ |
ওং মহা বলায় নমঃ |
ওং হেরংবায় নমঃ |
ওং লংব জঠরায় নমঃ |
ওং হ্রস্বগ্রীবায় নমঃ || ২০ ||
ওং মহোদরায় নমঃ |
ওং মদোত্কটায় নমঃ |
ওং মহাবীরায় নমঃ |
ওং মংত্রিণে নমঃ |
ওং মংগল স্বরূপায় নমঃ |
ওং প্রমোদায় নমঃ |
ওং প্রথমায় নমঃ |
ওং প্রাজ্ঞায় নমঃ |
ওং বিঘ্নকর্ত্রে নমঃ |
ওং বিঘ্নহংত্রে নমঃ || ৩০ ||
ওং বিশ্ব নেত্রে নমঃ |
ওং বিরাট্পতয়ে নমঃ |
ওং শ্রীপতয়ে নমঃ |
ওং বাক্পতয়ে নমঃ |
ওং শৃংগারিণে নমঃ |
ওং অশ্রিত বত্সলায় নমঃ |
ওং শিবপ্রিয়ায় নমঃ |
ওং শীঘ্রকারিণে নমঃ
ওং শাশ্বতায় নমঃ |
ওং বলায় নমঃ || ৪০ ||
ওং বলোত্থিতায় নমঃ |
ওং ভবাত্মজায় নমঃ |
ওং পুরাণ পুরুষায় নমঃ |
ওং পূষ্ণে নমঃ |
ওং পুষ্করোত্ষিপ্ত বারিণে নমঃ |
ওং অগ্রগণ্যায় নমঃ |
ওং অগ্রপূজ্য়ায় নমঃ |
ওং অগ্রগামিনে নমঃ |
ওং মংত্রকৃতে নমঃ |
ওং চামীকর প্রভায় নমঃ || ৫০ ||
ওং সর্বায় নমঃ |
ওং সর্বোপাস্যায় নমঃ |
ওং সর্ব কর্ত্রে নমঃ |
ওং সর্ব নেত্রে নমঃ |
ওং সর্বসিদ্ধি প্রদায় নমঃ |
ওং সর্ব সিদ্ধয়ে নমঃ |
ওং পংচহস্তায় নমঃ |
ওং পর্বতীনংদনায় নমঃ |
ওং প্রভবে নমঃ |
ওং কুমার গুরবে নমঃ || ৬০ ||
ওং অক্ষোভ্য়ায় নমঃ |
ওং কুংজরাসুর ভংজনায় নমঃ |
ওং প্রমোদাত্ত নয়নায় নমঃ |
ওং মোদকপ্রিয়ায় নমঃ . |
ওং কাংতিমতে নমঃ |
ওং ধৃতিমতে নমঃ |
ওং কামিনে নমঃ |
ওং কপিত্থবন প্রিয়ায় নমঃ |
ওং ব্রহ্মচারিণে নমঃ |
ওং ব্রহ্মরূপিণে নমঃ || ৭০ ||
ওং ব্রহ্মবিদ্য়াদি দানভুবে নমঃ |
ওং জিষ্ণবে নমঃ |
ওং বিষ্ণুপ্রিয়ায় নমঃ |
ওং ভক্ত জীবিতায় নমঃ |
ওং জিত মন্মথায় নমঃ |
ওং ঐশ্বর্য় কারণায় নমঃ |
ওং জ্য়ায়সে নম |
ওং য়ক্ষকিন্নর সেবিতায় নমঃ |
ওং গংগা সুতায় নমঃ |
ওং গণাধীশায় নমঃ || ৮০ ||
ওং গংভীর নিনদায় নমঃ |
ওং বটবে নমঃ |
ওং অভীষ্ট বরদায় নমঃ |
ওং জ্য়োতিষে নমঃ |
ওং ভক্ত নিধয়ে নমঃ |
ওং ভাব গম্যায় নমঃ |
ওং মঙ্গল প্রদায় নমঃ |
ওং অব্যক্তায় নমঃ |
ওং অপ্রাকৃত পরাক্রমায় নমঃ |
ওং সত্য ধর্মিণে নমঃ || ৯০ ||
ওং সখয়ে নমঃ |
ওং সরসাংবু নিধয়ে নমঃ |
ওং মহেশায় নমঃ |
ওং দিব্যাংগায় নমঃ |
ওং মণিকিংকিণী মেখলায় নমঃ |
ওং সমস্ত দেবতা মূর্তয়ে নমঃ |
ওং সহিষ্ণবে নমঃ |
ওং সততোত্থিতায় নমঃ |
ওং বিঘাত কারিণে নমঃ |
ওং বিশ্বগ্দৃশে নমঃ || ১০০ ||
ওং বিশ্বরক্ষাকৃতে নমঃ |
ওং কল্যাণ গুরবে নমঃ |
ওং উন্মত্ত বেষায় নমঃ |
ওং অপরাজিতে নমঃ |
ওং সমস্ত জগদাধারায় নমঃ |
ওং সর্বৈশ্বর্য় প্রদায় নমঃ |
ওং আক্রাংত চিদ চিত্প্রভবে নমঃ |
ওং শ্রী বিঘ্নেশ্বরায় নমঃ || ১০৮ ||
|| ইতি শ্রী গণেশাষ্টোত্তর শতনামাবলিঃ সংপূর্ণম্ ||

