এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,২৬ আগস্ট : একদিকে যখন ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বিকল্প বাজার খোঁজার কথা বলছেন, পাশাপাশি অন্যদিকে তখন বুধবার থেকে ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর করার কথা প্রকাশ্যে এসেছে ৷ বুধবার(২৭ আগাস্ট), মার্কিন সময় রাত ১২টা ১ মিনিট থেকে এই শুল্ক কার্যকর হবে। এই সময়ের পরে আমেরিকার বাজারের জন্য প্রবেশ করা বা গুদাম থেকে বেরোনো ভারতীয় পণ্যের ওপর এই শুল্ক কার্যকর হবে। আগে ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক বাড়িয়েছিল আমেরিকা । পরে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরও করা হয়৷ যা নিয়ে মোট শুল্কের পরিমাণ দাঁড়াবে ৫০ শতাংশ। তবে ওই নির্দেশিকাটি আমেরিকার তরফে এখনও সরকারি ভাবে প্রকাশ না করলেও ইতিমধ্যেই সেই নির্দেশিকার খসড়া আমেরিকার সরকারি ওয়েবসাইটে প্রকাশ্যে এসেছে।
আজ আমেরিকার সরকারি ওয়েবসাইটে সাত পাতার ওই নির্দেশিকায় বলা হয়েছে, রাশিয়া থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে তেল কেনে ভারত। সেই কারণেই অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প । তবে ট্রাম্পের এই চাপকে বিশেষ আমল দিচ্ছে না ভারত । এদিকে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বলছেন, ‘সাম্প্রতিক অভিজ্ঞতা আমাদের একক বাজারের উপর নির্ভর না করার শিক্ষা দিয়েছে ।’ অর্থাৎ তিনি বিকল্প বাজার খোঁজার কথা বলেছেন । জানা গেছে,মঙ্গলবার প্রধানমন্ত্রীর দপ্তরে এক উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। সেখানে দেশীয় রপ্তানিকারকদের ওপর শুল্কের কী প্রভাব পড়তে পারে, তা পর্যালোচনা করা হতে পারে। অন্যদিকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী সোমবার রাতে গুজরাতের আহমেদাবাদের একটি সভা থেকে বলেছেন, ‘যতই চাপ আসুক না কেন, আমরা তার মোকাবিলা করার জন্য প্রস্তুত। আমরা আত্মনির্ভর ভারত সংকল্পের পথে অনেক দূর এগোতে সক্ষম হয়েছি।’।