এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,২৫ আগস্ট : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ও সিবিআই তৃণমূলের নেতা মন্ত্রীদের কাছে ত্রাসের সৃষ্টি করেছে । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে তারা ঠিক কতটা ভয় পায় তার প্রমান পাওয়া গেল আজ মুর্শিদাবাদে । নিয়োগ দুর্নীতি মামলায় আজ সোমবার সকালে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে ফের হানা দেয় ইডি । তখন বাড়িতেই ছিলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা । তিনি ইডির আধিকারিকদের দেখে পাঁচিল টপকে প্রথমে ছুটে পালানোর চেষ্টা করেন । কিন্তু আধিকারিকরা তাকে ধরে ফেলে । অবশ্য তার আগে নিজের মোবাইলটি পাশের ঝোপে ছুড়ে ফেলে দেন জীবনকৃষ্ণ । এই প্রকার কান্ড তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এই প্রথম করলেন না । এর আগে তথ্য-প্রমাণ লোপাট করতে নিজের মোবাইল ফোনগুলি পুকুরে ছুড়ে ফেলে দিয়েছিলেন তিনি । সেই মোবাইল উদ্ধার করতে মেশিন দিয়ে পুকুরের জল তুলে ফেলতে হয় ইডিকে ।
মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভা এলাকার আন্দির গ্রামে বাড়ি তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার । শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রত্যক্ষভাবে জড়িত থাকার কারণে ইডির র্যাডারে ছিলেন জীবনকৃষ্ণ । ২০২৩ সালের ১৭ এপ্রিল আন্দিতে জীবনকৃষ্ণর বাড়িতে হানা দিয়েছিল সিবিআই । সেই সময় তথ্য-প্রমাণ লোপাট করতে নিজের দুটি ফোন বাড়ির পাশে পুকুরে ফেলে দিয়েছিলেন তিনি । যেকারণে সিবিআইকে পাম্প মেশিন লাগিয়ে পুকুরের জল তুলে ফেলতে হয় । তারপর পাঁক ঘেঁটে উদ্ধার হয় জীবনকৃষ্ণের দুটি মোবাইল ফোন । দীর্ঘ দু’দিন ধরে চলে ফোন উদ্ধার পর্ব । প্রায় ৬৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ককে । তদন্তে সহযোগিতা না করা এবং তথ্য-প্রমাণ লোপাট করার চেষ্টার অভিযোগে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। দীর্ঘ ১৩ মাস জেল খাটার পর সুপ্রিম কোর্ট থেকে জামিনে মুক্তি পান তিনি।
জানা গেছে, আজ সোমবার সাতসকালেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি দল তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় । বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কিন্তু ইডিকে দেখেই জীবনকৃষ্ণ বাড়ির পাঁচিল টপকে দৌড়ে পালানোর চেষ্টা করেন । কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা তাকে পিছুধাওয়া করে ধরে ফেলে । সেই সময় তিনি নিজে স্মার্টফোনটি পিছনের ঝোপে নর্দমার মধ্যে ছুড়ে ফেলে দেন৷ যদিও পরে ফোনটি উদ্ধার করা হয় । এদিন শুধুমাত্র আন্দির গ্রামে জীবনকৃষ্ণর বাড়িতেই নয়, একযোগে ইডি হানা দিয়েছে বীরভূমের সাঁইথিয়ায় জীবনকৃষ্ণর পিসি তথা ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহার বাড়ি, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে তাঁর শ্বশুরবাড়ি এবং মহিষ গ্রামের ব্যাংককর্মী রাজেশ ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। এদিকে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার এহেন আচরণে তোলপাড় পড়ে গেছে রাজ্য জুড়ে ।।