এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ আগস্ট : ফের বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ ৷ এবারে জোড়া নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে আর কিছুদিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর । ভারতের আবহাওয়া বিভাগ( IMD) সূত্রে খবর, আজ রাজ্যের ২৩ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের ১৫টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঝড়বৃষ্টি হতে পারে দুই বর্ধমানসহ কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় । আজ রবিবার সকাল থেকেই পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টি হয় । দুপুরের তবে সকাল দশটার পরে বৃষ্টি বন্ধ হয়ে যায় । দুপুরের দিকে আকাশ কিছুটা পরিষ্কার হলেও ঝোড়ো হাওয়া চলছে । উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে । তারপর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস । জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে ।
আজ রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে । সেই সাথে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ।সোমবার এই দুই জেলার পাশাপাশি কালিম্পংয়ে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এরপর কয়েকদিন বৃষ্টির সেরকম কোনও সতর্কতা নেই। তবে ফের শুক্র ও শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ।
দপ্তর সূত্রে খবর,গাঙ্গেয় বঙ্গের উপর থাকা ঘূর্ণাবর্তটির প্রভাবে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এটি ধীরে ধীরে ঝাড়খণ্ডে প্রবেশ করে শক্তি হারাবে। তবে ওডিশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে উত্তর বঙ্গোপসাগরে সোমবার আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এর প্রভাবে পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । তবে বৃহস্পতিবারেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে ।।