এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ আগস্ট : কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোটার তালিকা শুদ্ধিকরণের জন্য নিবিড় সংশোধনী প্রক্রিয়া এসআইআর শুরু করেছে । কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হুমকি দিয়েছেন যে তিনি একটা নামও বাদ যেতে দেবেন না ভোটার তালিকা থেকে । মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক তার থেকে বড় হুমকি দিয়ে বলেছেন যে প্রয়োজন হলে তিনি এক লাখ লোক নিয়ে গিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করে রেখে দেবেন । বিজেপির দাবি, এস আই আর নিয়ে তৃণমূলের এত বিরোধিতার আসল কারন হলো রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বাঁচানো । কিন্তু আজ দমদমে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সাফ জানিয়ে দিয়েছেন যে ভারতে একজনও অনুপ্রবেশকারীদের থাকতে দেয়া হবে না । পাশাপাশি তিনি টিএমসি, কংগ্রেস এবং ইন্ডি জোটের শরিক দলগুলির বিরুদ্ধে ‘ক্ষমতার লোভে অনুপ্রবেশকে প্রশ্রয়’ দেওয়ার অভিযোগ তুলেছেন ।
প্রধানমন্ত্রী বলেন, ‘কিন্তু টিএমসি,কংগ্রেস এবং ইন্ডি জোটের কিছু দল তোষামদের রাজনীতির কাছে মাথা নিচু করে দিয়েছে । এই রাজনৈতিক দলগুলি ক্ষমতার লোভে অনুপ্রবেশকে প্রশ্রয় দিচ্ছে । কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে ওই দলগুলি অনুপ্রবেশকারীদের আশ্রয়ে চলে গেছে ।
প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ হল সীমান্তবর্তী রাজ্য । সীমান্তবর্তী এলাকায় জনবিন্যাসের পরিবর্তন করে দেওয়া হচ্ছে । সামাজিক সংকটের সৃষ্টি করা হচ্ছে । বিশেষ করে কৃষকদের ধোঁকা দিয়ে তাদের জমি দখল করে নেওয়া হচ্ছে । আদিবাসীদের ভুল বুঝিয়ে ওদের জমি দখল করে নেওয়া হচ্ছে । কিন্তু দেশ এটা সেটা সহ্য করবে না । একে আটকাতেই হবে । এই কারণে লালকেল্লা থেকে এবারে আমি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ‘বিশেষ ডেমোগ্রাফি মিশন’ শুরু করার কথা ঘোষণা করেছি । যারা আমাদের নাগরিকদের রোজিরুটি ছিনিয়ে নিচ্ছে, ভুয়া নথিপত্র বানিয়ে ফেলেছে, ওদের এখান থেকে যেতেই হবে । আর এই কাজ সততার সঙ্গে করতে হলে টিএমসি সরকারকে বাংলা থেকে যেতেই হবে ।’
অনুপ্রবেশ সমসাকে দেশের জন্য সবচেয়ে চিন্তার বিষয় হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বলেছেন,’দেশের সবথেকে বড় চিন্তার বিষয় হল অনুপ্রবেশ । পশ্চিমবঙ্গের মানুষ সময়ের আগে সবকিছু ভেবে রাখে । আপনাদের মাঝে আমি রাষ্ট্রের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জের এর বিষয়ে আলোচনা করেছি । আপনারা দেখেছেন যে দেশগুলোকে বিকশিত দেশ বলা হয়,যাদের প্রাকৃতিক সম্পদের কোনো কমতি নাই, সেই সমস্ত দেশের বিরুদ্ধে অনুপ্রবেশের ষড়যন্ত্র চালানো হয় । তবে এই দেশ অনুপ্রবেশকারীদের আর বেশি দিন সহ্য করবে না । আর এই অনুপ্রবেশকারীদের হাত থেকে বাংলাতে রক্ষা একমাত্র আপনাদের ভোট করতে পারে,মোদী বা বিজেপি করতে পারেনা । একবার বিজেপিকে ভোট দিয়ে দেখুন, অনুপ্রবেশকারীরা পালাতে শুরু করবে ।’
প্রধানমন্ত্রী বলেন,’ভারতের সম্পদ সীমিত ।বেকারদের চাকরি দিতে হবে । যে অনুপ্রবেশকারীরা ভারতীয়দের সম্পদ দখল করছে, অধিকার কেড়ে নিচ্ছে, আমাদের বোন ও মেয়েদের উপর অত্যাচার করছে, সেই অনুপ্রবেশকারীদের আমরা ভারতে থাকতে দেবো না। এ কারণে ভারত সরকার অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এত বড় অভিযান চালাচ্ছে ।’।

