শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২২ আগস্ট : রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে এক প্রতিবেশী যুবককে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার পানবড়েয়া গ্রামে । আহত যুবক রাজু হাজরা বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন । এই ঘটনায় আক্রান্ত যুবকের বাবা মন্তেশ্বর থানায় নির্দিষ্ট অভিযোগ দায়ের করলে পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করেছে । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মনসুর সেখ । তার বাড়ি পানবড়েয়া গ্রামে এবং সে রাজু হাজরার প্রতিবেশী । কিন্তু মনসুর সেখ কেন রাজুর উপর প্রাণঘাতী হামলা চালালো তা স্পষ্ট নয় । প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে এই ঘটনার পিছনে পুরনো শত্রুতা কাজ করতে পারে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
জানা গেছে, মনসুর সেখ বৃহস্পতি বার দিন রাতে অন্ধকারের সুযোগ নিয়ে রাজু হাজরার বাড়িতে ঢুকে পড়েছিল । রাজু কিছু বুঝে ওঠার আগেই আচমকা একটা ধারল অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে মনসুর সেখ । রাজুর আর্ত চিৎকারে পরিবার ও পাড়ার লোকজন ছুটে আসলে মনসুর পালিয়ে যায় । এরপর রাজুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মন্তেশ্বর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয় । সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয় ।
এরপর আক্রান্ত যুবকের বাবা মন্তেশ্বর থানায় হামলাকারী মনসুর সেখের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে একটি এফ আই আর রজু করেন । তার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ । আজ শুক্রবার ধৃতকে কালনা আদালতে তোলা হয় । এদিকে এই ঘটনায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায় ।।

