এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ আগস্ট : বিজেপি শাসিত রাজ্যগুলিতে নাকি বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন হচ্ছে – এই অভিযোগ তুলে “বাংলার অস্মিতা রক্ষা”র নামে আসরে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তিনি বাংলার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন । দিন কয়েক আগে নবান্ন থেকে মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের তিনি এক বছর ধরে মাসিক ৫০০০ টাকা করে সহায়তা দেবেন । কিন্তু ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকরা প্রশ্ন তুলছেন যে অত অল্প টাকায় কিভাবে তারা সংসার চালাবেন ? এছাড়া, একবছর পর তাদের কি হবে ? এনিয়ে তারা একের পর এক ভিডিও পোস্ট করে বঙ্গের “মাননীয়া” অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কার্যত তুলোধুনো করছেন । দিন কয়েকের মধ্যে হায়দ্রাবাদ, জয়পুর,ব্যাঙ্গালোরে কর্মরত বেশ কিছু পরিযায়ী শ্রমিকের ভিডিও ভাইরাল হয়েছে । তার মধ্যে রাজস্থানে একটা প্লান্টে কাজ করা বাংলার এক শ্রমিকের একটি ভিডিও এক্স-এ শেয়ার করেছেন বিজেপির তরুনজ্যোতি তিওয়ারি ।
কোম্পানির নীল রঙের ইউনিফর্ম ও মাথায় হলুট হেলমেট পরা ওই যুবক ক্রেনের সাহায্যে ভারি মালপত্র সরানোর কাজ করতে করতে বলেছেন, ‘শুভ নন্দন, ভালো থাকবেন ৷ ৫০০০ টাকা করে দেবেন বলেছেন,খুব ভালো কথা । আপনাকে মন থেকে প্রণাম । কিন্তু এই টাকাটা পাবে কারা ? আপনার দলের ছেলেরা পাবে নাকি প্রকৃত পরিযায়ী শ্রমিকরা পাবে ? কারণ পরিযায়ী শ্রমিকদের ঠিক করে দেয় আপনার দলের নেতারা । তাই আপনি বলুন সেই টাকা কারা পাবে ? আপনি কি পারবেন এই টাকা যারা পাচ্ছে তাদের নামের তালিকা প্রকাশ করতে ? কারাই টাকাটা পাচ্ছে তাদের নামের তালিকা প্রকাশ করে জানাতে পারবেন ?’
তিনি মমতা ব্যানার্জিকে বিঁধে আরও বলেছেন, ‘আপনি এই ১৫ বছর ধরে কি করলেন বাংলায় ? কি করতে পারলেন ? আত্মনির্ভর করতে পারলেন? নাকি শুধু টাকা দিয়ে আমাদের কিনছেন ? টাকাটা সরকারের, জনগণের,আপনার টাকা নয় । আপনার ব্যক্তিগত উপার্জনের টাকা নয় । দুধ বিক্রির টাকা নয়, আপনার ছবি বিক্রিরও টাকা নয় । তাই আপনি পারবেন নামের তালিকা প্রকাশ করতে ? জানার আগ্রহ রইলো । আপনি জানাবেন কিন্তু । আমাদের মেরুদন্ড খুব শক্ত । আমরা নিজেদেরকে বিক্রি করি না । ঠিক আছে ? আর আপনার দলের নেতাদের কাছ থেকে কোন পরিচয় পাওয়ার প্রয়োজন নেই যে আমরা পরিযায়ী শ্রমিক, না আমি বিজনেসম্যান, না আমি কি । আমরা খেটে খাই এই ৫৮ ডিগ্রী টেম্পারেচারে৷ কোন চাল চুরি করি না। ভালো থাকবেন ।’।

