এইদিন ওয়েবডেস্ক,জম্মু,২১ আগস্ট : জম্মু রেল স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি লেখা চিরকুট পায়রার শরীরে বেঁধে পাঠালো পাকিস্তানি সন্ত্রাসীরা । কাশ্মীরের আরএস পুরা সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের কাছে ওই পায়রাটি ধরে বিএসএফ জওয়ানরা । চিরকুট পাওয়ার পর আজ বৃহস্পতিবার জম্মু রেলওয়ে স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে ।
কর্মকর্তারা জানিয়েছেন,চিরকুটে হুমকি দেওয়া হয়েছে যে জম্মু রেলওয়ে স্টেশনে আক্রমণ করা হবে । পায়রাটি উদ্ধারের পর, কর্তৃপক্ষ রেলওয়ে স্টেশন চত্বরে উচ্চ সতর্কতা জারি করেছে। স্টেশন এলাকায় প্রবেশকারী যানবাহনগুলিতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালানো হচ্ছে, পাশাপাশি পথচারীদের পরিচয়পত্রও পরীক্ষা করা হচ্ছে।।একজন বিএসএফ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে পায়রাটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।
তিনি বলেন,’আমরা একটি পায়রা উদ্ধার করেছি যার কাছ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে যাতে জম্মু রেলওয়ে স্টেশন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির কথা উল্লেখ করা হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক করা হয়েছে এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।’ এদিকে এই ঘটনার পর ব্যস্ত রেলওয়ে হাবে কঠোর নিরাপত্তা মহড়া শুরু হয়েছে, সংস্থাগুলি কারোর সন্দেহভাজন গতিবিধি দেখলেই তল্লাশি চালাচ্ছে ।।

