এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২১ আগস্ট : শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় মমতা ব্যানার্জির সরকারের সদিচ্ছা নিয়ে বারবার প্রশ্ন উঠছে । যেকারণে প্রতিবারেই আদালতে অপদস্ত হতে হচ্ছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)কে । আজ বৃহস্পতিবার ফের সুপ্রিম কোর্টের শুনানিতে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে এসএসসি-কে । আসলে, অযোগ্যদের যেকোনো ভাবে চাকরি পাইয়ে দিতে অনড় মমতা ব্যানার্জির সরকারের ভূমিকায় চরম ক্ষিপ্ত সর্বোচ্চ আদালত । শীর্ষ আদালত এসএসএসিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে অযোগ্যদের কোনোভাবেই পরীক্ষায় বসার অনুমতি দেওয়া যাবে না ।
এদিন শুনানির সময় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার সরাসরি প্রশ্ন তোলেন, ‘আপনারা এখনও নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন? এটা লজ্জাজনক। ট্রুলি শকিং। আমরা আগেই বলেছি, কোনোভাবেই কোনও অযোগ্য ব্যক্তিকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হবে না।’
বিচারপতির এই প্রকার মন্তব্য মমতা ব্যানার্জির সরকারের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে । ফলে এসএসসি ২০১৬ সালের প্যানেলের অযোগ্যদের চাকরি পাওয়ার রাস্তা পাকাপাকি ভাবে বন্ধ হয়ে গেলো । বিধানসভার নির্বাচনের আগে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় ধাক্কা ।
পাশাপাশি কয়েকজন পরীক্ষার্থীর আবেদনের ভিত্তিতে এসএসসি’র নতুন নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ারও অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট । তাঁরা আবেদন জানান যে ২০১৬ সালের মতো এবারও স্নাতকদের ৪৫ শতাংশ নম্বর পাওয়া চাকরিরত শিক্ষকদের নতুন নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হোক। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ এই আবেদনে সম্মতি দিয়েছে । আদালত চাকরিরত শিক্ষকদের ফর্ম ফিল আপের জন্য অতিরিক্ত সাতদিন সময়ও দিয়েছে ।।

