শ্যামসুন্দর ঘোষ,কালনা(পূর্ব বর্ধমান),২১ আগস্ট : দুই মেয়ের চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন বাবা ৷ বাইকে চড়ে তিনজন যাওয়ার সময় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল বাবা ও এক মেয়ের । গুরুতর আহত অন্য মেয়ে । দুর্ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমান জেলার কালনা থানার ধাত্রীগ্রাম বড় স্বরাজপুর এর কাছে । পুলিশ জানিয়েছে,মৃতদের নাম ফরজ মল্লিক ও নুরজাহান খাতুন । আহত ফারহানা খাতুন কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । তাদের বাড়ি নাদনঘাট থানা এলাকায় ।
জানা গেছে,আজ সকালে বড় মেয়ে নুরজাহান খাতুন ও ছোট মেয়ে ফারহানা খাতুনকে বাইকে চাপিয়ে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে আনছিলেন ফরজ মল্লিক৷ কিন্তু তিনি বর্ধমান-নবদ্বীপ সড়ক পথ ধরে আসার সময় বড় স্বরাজপুর বাসিস্ট্যান্ড এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা নবদ্বীপ- কৃষ্ণনগর রুটের বাসের সঙ্গে তার বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় । ছোট মেয়ে ফারহানা খাতুন ছিটকে দূরে পড়লেও বাইকসহ বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে যান ফরজ মল্লিক এবং তার বড় মেয়ে নুরজাহান খাতুন । ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় । গুরুতর আহত হয় ফারহানা । পরে খবর পেয়ে ধাত্রীগ্রাম পুলিশ ফাঁড়ির পুলিশের সহযোগিতায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়৷ পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে । এদিকে এই দুর্ঘটনার পর বর্ধমান-নবদ্বীপ সড়কপথে বেশ কিছুক্ষন যানচলাচল ব্যহত হয়৷।

