এইদিন ওয়েবডেস্ক,গুসকরা(পূর্ব বর্ধমান),২০ আগস্ট : বাইকে চড়ে পূর্ব বর্ধমান জেলার গুসকরায় ছাগল চুরি করতে এসে ধরা পড়ল ২ যুবক । আজ বুধবার স্থানীয় বাসিন্দারা তাদের হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেয় । পুলিশ তাদের বাইকটি আটক করেছে । তবে গ্রামবাসীদের জেরায় দুই যুবক তাদের নাম পরিচয় কবুল না করলেও তারা জানিয়েছে যে তাদের বাড়ি বীরভূম জেলার বোলপুর এলাকায় ।পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। যদিও সন্ধ্যা পর্যন্ত এনিয়ে লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ সূত্রে খবর।
প্রসঙ্গত,চলতি বছরের জুন মাসে ডায়মন্ড হারবারের গার্ডেনরিচ থেকে চারচাকা গাড়িতে গুসকরায় ছাগল চুরি এসে ধরা পড়ে যায় ৩ দুষ্কৃতী । ধৃতরা হল মহম্মদ নাজাল, মহম্মদ মাজাল ও মইনুদ্দিন খান ।গুসকরার ইটাচাঁদা এলাকার বাসিন্দা আলিনূর শেখ নামে এক পশুপালকের একটি ছাগল চড়ছিল । সেই সময় গার্ডেনরিচের ওই তিন দুষ্কৃতী একটা চারচাকা গাড়িতে চড়ে এসে ছাগলটিকে পাউরুটির লোভ দেখিয়ে কাছে ডেকে তুলে নিয়ে পালানোর চেষ্টা করে । কিন্তু স্থানীয় বাসিন্দাদের বিষয়টি নজরে পড়ে গেলে তাদের পিছু ধাওয়া করে । শেষ পর্যন্ত গুসকরার রেলগেটের কাছে তারা ধরা পড়ে যায় । খবর পেয়ে পুলিশ গিয়ে গাড়ি ও ছাগলসহ তাদের থানায় নিয়ে আসে । তার পরেও গুসকরায় ছাগল চুরির ঘটনা বন্ধ হয়নি ।
স্থানীয় সূত্রে খবর,কয়েকদিন ধরেই ফের গুসকরা ও সংলগ্ন এলাকায় ছাগল চুরির ঘটনা ঘটছিল । রাস্তায় চড়ে বেড়ানোর সময় ছাগল তুলে নিয়ে পালাচ্ছিল দুষ্কৃতীদল ।সর্বশেষ চুরির ঘটনা ঘটে মঙ্গলবার ৷ দুষ্কৃতীরা গুসকরা লাইনপাড় এলাকা থেকে একটি ছাগল চুরি করে পালায় । তারপর তক্কেতক্কে ছিল গ্রামবাসীরা । গ্রামবাসীদের সতর্কতার কারনে আজ দুই দুষ্কৃতী ধরা পড়ে যায় ।
জানা গেছে,দুই যুবক বাইকে চড়ে গুসকরা শহরের আলুটিয়া এলাকায় আসে । তারা একটি ছাগলকে বাইকে চাপিয়ে নিয়ে পালাচ্ছিল । তখনই স্থানীয়দের নজরে পড়ে যায়। কয়েকজন ওই বাইকের পিছন পিছন ধাওয়া করেন। শেষ পর্যন্ত তারা ধরা গুসকরা রামকৃষ্ণ আশ্রমের কাছে রাস্তায় ধরা পড়ে যায়। এরপর দুজনকে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা ।।

