এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ আগস্ট : প্রাথমিক শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি মামলায় এবারে বিচারের আওতায় আসতে চলেছেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা । তাকে আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে ইডি-র বিশেষ আদালত । চন্দ্রনাথ সিনহার নামে ১৫ দিনের মধ্যে সমন জারি করে মন্ত্রীকে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে ।
পশ্চিমবঙ্গে প্রাতিষ্ঠানিক দুর্নীতির মধ্যে রেশন দুর্নীতির পরেই স্থান করে নিয়েছে প্রাথমিক শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি ৷ এই দুর্নীতির মধ্যমণী হলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি । বর্তমানে তিনি জেলে আছেন । গ্রেপ্তার হয়েছিল তৃণমূল যুবনেতা কুন্তল কুন্তল ঘোষ এবং সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু৷ এছাড়া অভিযুক্তের তালিকায় রয়েছে একাধিকজনের নাম । তাদের মধ্যে অন্যতম বড় নাম হল কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা । তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেনের সূত্র ধরেই তদন্তে উঠে আসে তার নাম ।
তারপর থেকেই বীরভূমের বোলপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক চন্দ্রনাথ সিনহা ইডির র্যাডারে ছিলেন । তার বাড়িতে একাধিকবার তল্লাশি অভিযানও চালায় ইডি । উদ্ধার হয় ৪০ লক্ষ টাকা ৷ সেই টাকারও কোনও হিসেব দিতে পারেননি মন্ত্রী । এছাড়া ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ব্যাঙ্ক অ্যাকাউন্টের দেড় কোটি টাকার উৎস নিয়োগ দুর্নীতি থেকেই বলে মনে করছে ইডি ।
এর আগে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল ইডি। কিন্তু রাজ্যপাল অনুমোদন না দেওয়ায় সেই চার্জশিট আদালতে গৃহীত হয়নি । আজ বুধবার রাজ্যপাল সিভি আনন্দ বোস অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে ইডি । ফলে মন্ত্রীর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর আর কোনও বাধা রইল না।।

