এইদিন ওয়েবডেস্ক,পূর্বস্থলী,১৯ আগস্ট : পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার পূর্বস্থলীতে শুরু হলো ৭ দিনের যাত্রা কর্মশালা । পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফে পূর্বস্থলী-১ ব্লকের নজরুল মঞ্চে আয়োজিত এই কর্মশালার আজ সোমবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ । উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ যাত্রা আকাদেমির সচিব লিপিকা ব্যানার্জিসহ বিশিষ্ট ব্যক্তিত্বরা ৷ এলাকায় যাত্রাশিল্পী প্রতিভার খোঁজে এই কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগ জানিয়েছে । চলবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত ।
পুর্ব বর্ধমান জেলার তথ্য ও সংস্কৃতি বিভাগ জানিয়েছে, প্রতিদিন এই কর্মশালা চলবে সকাল দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। দুপুরে মধ্যাহ্ন ভোজন ও বিকেলে চা পানের জন্য বিরতি থাকবে ৷ কলকাতা থেকে স্বনামধন্য প্রশিক্ষকরা এসে যাত্রাশিল্পে আগ্রহীদের প্রশিক্ষণ দেবেন ।
আজ উদ্বোধনীর দিন সকালে যাত্রার ক্রমবিবর্তন, যাত্রার অভিনয়ে বিবর্তন ও নাটক রচনা প্রসঙ্গে আলোচনা করেন প্রশিক্ষক রঞ্জিত চট্টোপাধ্যায় । মধাহ্ন ভোজনের পর দুপুরে যাত্রায় রস কয় প্রকার এবং নাটকে তার প্রয়োগ পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন রুমা দাশগুপ্তা৷ বিকেলে সংলাপ উচ্চারণ, তাৎক্ষণিক অভিনয় ও তাৎক্ষণিক কল্পনাশক্তির প্রয়োগ সম্পর্কে প্রশিক্ষণ দেন পল্লব মুখার্জী । ২০ শে আগস্ট : অভিনেতা কে? অভিনয় কি? প্রভৃতি প্রসঙ্গে আলোচনা করবেন অমিতকান্তি ঘোষ ও মেঘদূত গঙ্গোপাধ্যায় । দুপুর থেকে বিকেল পর্যন্ত যাত্রায় আলো ও মাইকের ব্যবহার সম্পর্কে আলোচনা করবেন উত্তম বিশ্বাস । ২১ শে আগস্ট, প্রাণায়াম, ডায়াফ্রাম, যোগ কলাসূত্র ও ব্রিদিং প্রসঙ্গে আলোকপাত এবং ভাবানুসারী কণ্ঠ নির্মিত প্রসঙ্গে আলোচনা করবেন চঞ্চল রায় । দুপুর থেকে বিকেল পর্যন্ত ডঃ পার্থসারথি ভট্টাচার্য্য যাত্রায় নৃত্যের প্রয়োজনীয়তা ও রস ভিত্তিক ব্যবহার ব্যাখ্যা করবেন । ২২ আগস্ট, যাত্রায় গানের প্রয়োগ ও পদ্ধতি- এই প্রসঙ্গে আলোচনা ও পাঠ দান করবেন সুবীর চ্যাটার্জী । পরে যাত্রাপালার গান, রচনা ও তার বিবর্তন নিয়ে আলোচনা করবেন অশোক দে । বিকেলে ঐতিহাসিক ও পৌরাণিক পালার অভিনয়ে বিশেষায়ন সম্পর্কীয় ক্লাস নেবেন অসীম মুখার্জী । ২৩ শে আগস্ট যাত্রার নিয়ম শৃঙ্খলা নিয়ে আলোচনা করবেন হারাধন রায় ও দীপক ভট্টাচার্য্য । দুপুরে যাত্রায় কবিতা, আবৃত্তি এবং তার প্রয়োগ পদ্ধতি নিয়ে বলবেন অনুভব দত্ত ৷ বিকেলে কলাকুশলীদের মেকআপ প্রশিক্ষণ দেবেন দেবাশীষ কুন্ডু । ২৪ শে আগস্ট চরিত্র আত্মস্থকরণ সম্পর্কীয় বিষয়ে অশোক বিশ্বাস ও বিষ্ণু ঘোষ,অভিনয়ের বিবর্তন সম্পর্কে অভিরাজ ও মলয় চক্রবর্তী এবং যাত্রাপালা থেকে মঞ্চায়নে সম্পাদনা ও পরিচালনার প্রয়োগ সম্পর্কে আলোচনা করবেন সম্রাট মুখোপাধ্যায় ।
শেষ দিন অর্থাৎ ২৫ শে আগস্ট অভিনেতা- অভিনেত্রী- র কণ্ঠস্বর ও মডিউলেশন, যাত্রার বানিজ্যিকরণ, অভিনয়ে সঙ্গীতের প্রয়োগ ও মেলবন্ধন প্রভৃতি সম্পর্কে আলোচনা করবেন সব্যসাচী দাশগুপ্ত, কনক ভট্টাচার্য্য, ছন্দা চ্যাটার্জী ও দিবাকর (নবাব) দে-এর মত ব্যক্তিত্বরা । ওইদিনই শিক্ষার্থীদের শংসাপত্র দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে ।।

