এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,১৯ আগস্ট : অবশেষে দীর্ঘদিনের দাবিপূরণ হতে চলেছে বর্ধমান-কাটোয়া শাখার রেলযাত্রীদের । এই শাখায় আরও একটি নতুন ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেলদপ্তর । রবিবার হাওড়া ডিভিশনের ডিআরএম সালোনি মিত্তাল স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,”উপযুক্ত কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে, হাওড়া বিভাগ যাত্রীদের সুবিধার্থে ২২/০৮/২০২৫ তারিখে বর্ধমান কাটোয়া সেকশনে দুটি কাটোয়া-বর্ধমান-কাটোয়া ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর ব্যবস্থা করেছে। এই ইএমইউ স্পেশাল ট্রেনটি প্রতিদিন চলবে এবং রুটের সমস্ত স্টেশনে থামবে।” টেনটি কাটোয়া থেকে ছাড়বে দুপুর ১:৫০ নাগাদ এবং বর্ধমানে পৌঁছবে বিকেল ৩:১০-এ । ফের এই ট্রেনটি বিকেল ৪ টে নাগাদ ছেড়ে কাটোয়া পৌঁছাবে বিকেল ৫:২০ নাগাদ । এনিয়ে মোট ৭ টি ট্রেন চালু হল এই শাখায় ৷
প্রসঙ্গত,জেলার অন্যতম ব্যস্ত রেলপথ হল কাটোয়া- বর্ধমান শাখা । প্রতিদিন কয়েক হাজার নিত্যযাত্রী এই রেলপথ দিয়ে চলাচল করে । বহু নিত্যযাত্রী মূলত এই শাখার ট্রেনের উপর নির্ভরশীল । মোট সাতটি স্টেশন রয়েছে এই শাখায় । রয়েছে আরও কয়েকটি হল্ট স্টেশন । তার মধ্যে যাত্রীর নিরিখে কাটোয়া ও বর্ধমান স্টেশনের পরই ভাতার হল্ট স্টেশনের স্থান । যেকারনে ভাতার হল্টকে স্টেশনে রুপান্তরিত করার দাবি দীর্ঘদিনের । ফলে নতুন ট্রেন চালুর ঘোষণা হলেও ভাতার হল্টকে স্টেশনে রুপান্তরিত না করায় কিছুটা হতাশ এলাকার বাসিন্দারা ।
কাটোয়া-বর্ধমান শাখায় চালু ট্রেনের সময়সূচি নিচে দেওয়া হল :


