এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ আগস্ট : শনিবার একটি পাঁচতারা হোটেলে ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর (The Bengal Files) ট্রেলার লঞ্চ অনুষ্ঠান বন্ধ করে দেয় কলকাতা পুলিশ । যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ছবিটির পরিচালক তথা প্রযোজক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী ৷ ১৯৪৬ সালে ১৬ আগস্ট হোসেন শহীদ সোহ্রাওয়ার্দীর “ডাইরেক্ট অ্যাকশন”-এর নামে নরসংহারের উপর নির্মিত এই ছবিটি নিয়ে প্রবল বিরোধীতায় নেমেছে শাসকদল তৃণমূল কংগ্রেস । তারা ইতিহাস বিকৃত করার অভিযোগ তুলে ছবিটি এরাজ্যে চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে । সেই সাথে কথিত ” বাঙালি অস্মিতা” জুড়ে দিয়ে একটা জগাখিচুড়ি ইস্যুকে তুলে ধরার চেষ্টা করছে তারা । অবশ্য এতে টলিউডের কয়েকজন পেটোয়া পরিচালক ও কলাকুশলীর সমর্থনও জুটিয়ে ফেলেছে তৃণমূল । সেই সাথে তৃণমূলপন্থী কিছু বাংলা সংবাদপত্রও ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর বিরুদ্ধে গলা ফাটাচ্ছে । বিশেষ করে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ যে সংবাদপত্রের সাথে যুক্ত,সেই কাগজ নির্লজ্জভাবে শাসকদলের তাঁবেদারি শুরু করেছে বলে অভিযোগ ওঠছে । বিজেপি ও হিন্দুত্ববাদীরা ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর বিরোধিতাকে তোষামদের রাজনীতির প্রতিফলন বলে মনে করছে । ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল ও হিন্দুত্ববাদী বর্ষীয়ান লেখক তথাগত রায় প্রশ্ন তুলে বলেছেন, “আচ্ছা, কেউ বলতে পারেন, ‘ধর্মনিরপেক্ষ’ হতে হলে ইতিহাস ভুলে যেতে হবে কেন ?” অর্থাৎ তিনি তৃণমূল কংগ্রেস ও তাদের পেটোয়াদের বিরুদ্ধে ইতিহাস ভুলিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন ।
তথাগত রায় আজ টুইট করেছেন, ‘আচ্ছা, কেউ বলতে পারেন, ‘ধর্মনিরপেক্ষ’ হতে হলে ইতিহাস ভুলে যেতে হবে কেন? পৃথিবীতে ভারতীয় হিন্দু ছাড়া কি আর কেউ এরকম করে? কলকাতার দাঙ্গা আর নোয়াখালীর হিন্দুহত্যা তো বাস্তবেই ঘটেছিল! এগুলো তো আমাদের ইতিহাসের অঙ্গ ! কেন এগুলো লুকোতে হবে? কেন এসব দেখে ভবিষ্যতের জন্য শিক্ষা নেওয়া হবে না? কেন? কেন? কেন ?’
আসলে,শনিবার কলকাতা পুলিশ ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর (The Bengal Files) ট্রেলার লঞ্চ অনুষ্ঠান বানচাল করে দেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পেটোয়া গ্যাং পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে ইতিহাস বিকৃত করে বিভাজনে উসকানি দেওয়ার অভিযোগ তুলেছিল ৷ এই কাজে পিছিয়ে নেই বাংলা টলিউডও । টলিউডের একাধিক নামজাদা পরিচালক-প্রযোজক শাসকদলকে সন্তুষ্ট করতে ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর পরিচালকের বিরুদ্ধে বাংলাকে অসম্মান করার অভিযোগ তুলে বাঙলি সেন্টিমেন্টকে ভোটের প্রচারে কাজে লাগাতে চাইছে বলে অভিযোগ উঠছে । তৃণমূলপন্থী কিছু বাংলা সংবাদপত্রও তৃণমূলের সুবিধার্থে একই ইসুকে হাওয়া দিয়ে যাচ্ছে ৷ তার মধ্যে একটি সংবাদপত্র তো পরিচালক বিবেক অগ্নিহোত্রীর চরিত্র হননের চেষ্টা করছে বলে অভিযোগ । অন্যদিকে ছবিটকে স্বাগত জানিয়েছে বিজেপি ।
সুদীপ্ত ভৌমিক নামে একজন এক্স ব্যবহারকারীর টুইট রিটুইট করেছেন তথাগত রায় । তাতে লেখা হয়েছে, ‘কিছু দুরভিসন্ধি সম্পন্ন লোক বলে অতীতের হিংসাত্মক ইতিহাস চর্চা হলে এখনকার সংখ্যালঘুদের ওপর প্রতিহিংসার সম্ভাবনা থাকে।ইহুদীদেরও তো holocaust এর ইতিহাস পড়ানো হয়,তারা তো প্রতিহিংসার আশ্রয় নেয়নি। বাঙালি হিন্দুরাও নিজেদের গণহত্যার ইতিহাস জানার অধিকারী।’।