এইদিন বিনোদন ডেস্ক,১৮ আগস্ট : বলিউড অভিনেতা সলমন খান অভিনীত ২০২৫ সালের বহুল প্রতীক্ষিত ছবি ‘সিকান্দার’ নিয়ে খুব মাতামাতি হয় । দাবি করা হয় যে ছবিটি ব্লকবাস্টার হতে চলেছে । সালমানের ভক্তদের মধ্যে অনেক প্রত্যাশা ছিল। বিশেষ করে যেহেতু এই ছবিটিকে তার শেষ ব্যর্থ ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর পর তার প্রত্যাবর্তন হিসেবে বিবেচনা করা হয়েছিল। কিন্তু বড় বাজেট এবং প্রচুর প্রচারণা সত্ত্বেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ছবিটি । অনেকে বলতে থাকেন ষাটোর্ধ সালমান খানের সেই ক্যারিশমাটিক ইমেজ আর নেই । অনেকে তার একঘেয়েমি স্টাইলকে পরপর দুই ছবির ব্যর্থতার জন্য দায়ি করেছেন ।
এখন ছবির পরিচালক এ.আর. মুরুগাদোস একটি সাক্ষাৎকারে ছবিটির ব্যর্থতা সম্পর্কে খোলাখুলি কথা বলেছেন এবং এর সম্পূর্ণ দায় নিজের কাঁধে নিয়েছেন।
তিনি বলেছেন, ‘আসলে, মূল গল্পটি খুবই আবেগঘন। এটি এমন একজন রাজার গল্প যে তার স্ত্রীকে ঠিকমতো বুঝতে পারে না। আমরা সবাই এরকমই । আমাদের মায়ের সাথে হোক, বন্ধুর সাথে হোক বা আমাদের স্ত্রীর সাথে হোক, আমরা প্রায়শই সম্পর্ককে মূল্য দিই না। যখন কেউ আমাদের চিরতরে ছেড়ে চলে যায়, তখনই আমরা নিজেদের ভুল বুঝতে পারি।’
তিনি বলেন,’ছবিতে, যখন রাজা তার স্ত্রীকে হারান, তখন তার অঙ্গ তিনজন ভিন্ন ব্যক্তিকে দান করা হয়। এরপর নায়ক তাদের খুঁজতে শুরু করেন । তিনি তাদের সাহায্য করার চেষ্টা করেন। এই প্রক্রিয়ায়, তিনি পুরো গ্রামের সাথে বন্ধুত্ব গড়ে তোলেন। গল্পটি আবেগঘন ছিল। কিন্তু আমি হয়তো এটি সঠিকভাবে উপস্থাপন করতে পারিনি ।’
তার সুপারহিট ছবি ‘গজিনি’-এর তুলনা করে মুরুগাদোস বলেন, ‘গজিনি ছিল একটি রিমেক। আমি আগেও সেই গল্পে কাজ করেছিলাম, সূত্রটা জানতাম। কিন্তু ‘সিকান্দার’ ছিল একটি মৌলিক চিত্রনাট্য। এর উপর আমার আগের মতো নিয়ন্ত্রণ ছিল না ।’ তবে এই ব্যর্থতার পরেও ভবিষ্যতে তিনি হিন্দি সিনেমা থেকে দূরে থাকতে চান না এআর মুরুগাদোস। তবে তিনি স্পষ্ট করে বলেছেন যে তিনি তখনই কাজ করবেন যখন তিনি সৃজনশীল স্বাধীনতা এবং আরামের জায়গা পাবেন।।