এইদিন বিনোদন ডেস্ক,১৭ আগস্ট : বাবা শাহরুখ খান ও মা গৌরী খানের হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করলেন ছেলে আরিয়ান খান । আজ ‘ব্যাডস অফ বলিউড’ ওয়েব সিরিজের মাধ্যমে আরিয়ান খান ইন্ডাস্ট্রিতে তার পরিচালনায় অভিষেক করলেন । আরিয়ানের এই সিরিজটি বিশেষ কারণ তার বাবা শাহরুখ খানকেও একটি দুর্দান্ত ক্যামিও চরিত্রে দেখা যাবে। এছাড়া সিরিজটি রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে তার মা গৌরী খান প্রযোজনা করেছেন।আজ, অর্থাৎ ১৭ আগস্ট, এই সিরিজের প্রথম ভিডিওটি দর্শকদের জন্য প্রকাশ করা হয়েছে।
শাহরুখ জানান যে অনুষ্ঠানের প্রথম লুক প্রকাশ হতে চলেছে। এর সাথে তিনি আরও বলেন যে এই সিরিজে ইন্ডাস্ট্রির তার অনেক প্রিয় বন্ধুদের দেখা যাবে, যার জন্য তিনি কৃতজ্ঞ। তিনি আরও নিশ্চিত করেছেন যে সিরিজে তার একটি ক্যামিও থাকবে। এদিকে নেটফ্লিক্স তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিওটি শেয়ার করেছে।নেটফ্লিক্স ভারতের মূল সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এর একটি ভিডিও শেয়ার করে লিখেছে,’এটা কি খুব বেশি হয়ে গেছে? অভ্যস্ত হয়ে যাও। দ্য ব্যাডস অফ বলিউডের প্রিভিউ আসছে ২০ আগস্ট।’।