এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,১৭ আগস্ট : পূর্ব মেদিনীপুর জেলার খেজুরীর ফের এক সমবায়ের দখল নিল বিজেপি ৷ আজ রবিবার খেজুরি-১ নম্বর ব্লকের কামারদা এবং কলাগাছি অঞ্চলে আমজাদনগর ঠাকুরচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ-এর পরিচালক মণ্ডলী’র নির্বাচন ছিল । মোট বারোটি আসনের মধ্যে ১১ টি তে জয়লাভ করেছে বিজেপি৷ একটি আসন পেয়েছে তৃণমূল । ফলাফল প্রকাশের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপির জয়ী প্রার্থী ও সমর্থকরা ৷ গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন তারা এদিকে এই জয়ের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া হল : ‘চোরেদের হারিয়ে দিয়েছে রাষ্ট্রবাদীরা৷’
জয়ী প্রার্থীদের জয় উদযাপনের একটা ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘খেজুরী বিধানসভার খেজুরী ১ নং ব্লকের আমজাদনগর ঠাকুরচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ-এর পরিচালক মণ্ডলী’র নির্বাচনে ১২ টি আসনের মধ্যে ১১-১ ফলাফলে চোরেদের পরাজিত করে রাষ্ট্রবাদী প্রার্থীরা জয়লাভ করেছেন। রাষ্ট্রবাদীদের নির্বাচিত করার জন্য ভোটদাতা সকল সমবায়ী বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং নির্বাচিত সকল সদস্যদের জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাই।’।