এইদিন ওয়েবডেস্ক,নাটোর,১৭ আগস্ট : বাংলাদেশের নাটোরের লালর গ্রামে শিব দুর্গা মন্দিরে দেবী প্রতিমায় আগুন ধরিয়ে দিয়েছে জিহাদিরা । শনিবার রাত সাড়ে দশটার দিকে দেবী প্রতিমার পোশাক ও সাজসজ্জা দাউদাউ করে জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা ৷ ক্রমশ আগুন আশপাশের প্রতিমায় ছড়িয়ে পড়তে শুরু করে৷ স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে মন্দিরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। এই ঘটনায় এলাকার হিন্দুরা আতঙ্কিত ।
স্থানীয় হিন্দুদের অভিযোগ,পরিকল্পিতভাবে মন্দিরে আগুন লাগানো হয়েছে । নাটোরের লালর গ্রামে শিব দুর্গা মন্দির হিন্দুদের গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র । এই ধরনের ন্যাক্কারজনক কাজ করে হিন্দুদের মধ্যে আতঙ্কের সৃষ্টি এবং গ্রাম থেকে উৎখাত করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে তাদের অভিযোগ । এই ঘটনায় জড়িত প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষ ।।