এইদিন ওয়েবডেস্ক,চট্টগ্রাম,১৭ আগস্ট : বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত পৌরাণিক চন্দ্রনাথ ধাম হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক মহাপবিত্র তীর্থস্থান । প্রতি বছর মহাশিবরাত্রি, জন্মাষ্টমীসহ বিভিন্ন পূণ্যতিথিতে লক্ষ লক্ষ পূণ্যার্থীদের সমগাম হয় ।পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা এই ধাম কেবল বাংলাদেশের নয়, বরং ভারতসহ বিশ্বের বহু সনাতনী ভক্তদের কাছে এক পরম আধ্যাত্মিক কেন্দ্র। কিন্তু এখন হিন্দুদের এই পবিত্র স্থানের উপর ইসলামি মৌলবাদীদের কুনজর পড়েছে । জোর করে মসজিদ নির্মাণের চেষ্টা করছে ইসলামি মৌলবাদীরা । ফলে নির্জন পাহাড়ে হিন্দুদের একটা অতি প্রাচীন তীর্থস্থানের ঐতিহ্য নষ্টের আশঙ্কায় আশঙ্কিত হিন্দু সম্প্রদায়ের মানুষ ।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যে জানা যায়, স্থানীয় কিছু ইসলামি নেতা ও সংগঠন নামাজের জন্য জায়গার দাবি তুলেছেন এবং এ বিষয়ে প্রশাসনের সঙ্গে কথাবার্তা চলছে বলেও উল্লেখ করা হয়েছে।হিন্দু সমাজের প্রতিনিধিরা বলছেন, এটি দেশের ধর্মীয় সম্প্রীতির জন্য বড় ধরনের হুমকি। তাদের মতে, যেখানে শত শত বছর ধরে হিন্দুরা নিরবচ্ছিন্নভাবে পূজা অর্চনা করে আসছেন, সেই তীর্থস্থানের পাশে নতুন ধর্মীয় স্থাপনা নির্মাণের উদ্যোগ ভবিষ্যতে অশান্তি ও সংঘাতের কারণ হতে পারে এবং পরম পবিত্র শিবতীর্থের ঐতিহ্য নষ্ট হয়ে যেতে পারে ।
চন্দ্রনাথ ধামের মতো একটি ঐতিহাসিক তীর্থভূমি হিন্দুদের আত্মপরিচয় ও ধর্মীয় জীবনের অবিচ্ছেদ্য অংশ। ভক্তদের আশঙ্কা, পাহাড়ের চূড়ায় যদি মসজিদ নির্মাণ করা হয়, তবে তা শুধু হিন্দু ধর্মীয় অনুভূতিকে আঘাত করবে না, বরং এই তীর্থধামের স্বকীয়তাও বিনষ্ট হবে। সনাতনী সংগঠনগুলোর পক্ষ থেকে সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে যাতে কোনোভাবেই এই উদ্যোগ বাস্তবায়িত না হয়। তাদের দাবি, দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পবিত্র ধর্মীয় স্থানকে সম্মান জানিয়ে প্রশাসনকে অবিলম্বে হস্তক্ষেপ করতে হবে এবং চন্দ্রনাথ ধামকে তার নিজস্ব আধ্যাত্মিক পরিবেশে অক্ষুণ্ণ রাখতে হবে ।।