এইদিন ওয়েবডেস্ক,মেদিনীপুর,১৬ আগস্ট : মেদিনীপুরে ফুটবল ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে রেফারির পেটে লাথি মারা তৃণমূল নেতার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ । ঘটনাটি গতকাল রাতের হলেও আজ শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনার পর তোলপাড় পড়ে যায় রাজ্য জুড়ে । তৃণমূল নেতার এই ন্যাক্কারজনক কাজে নিন্দায় সরব হয় সমাজের বিভিন্ন স্তরের মানুষ । প্রবল বিতর্কের সৃষ্টি হলে শেষ পর্যন্ত মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে জানা গেছে । ধৃতের নাম রাজা খাঁ। তার বাবা হিমাদ্রি খাঁ তৃণমূলের জেলা সহ-সভাপতি। কাকা সৌমেন খাঁ পুরসভার চেয়ারম্যান । খেলার শেষে খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায় এবং তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার সঙ্গে তাঁকে ছবিও তুলতে দেখা গিয়েছে ।
জানা গেছে,ঘটনাটি ঘটে শুক্রবার রাতে । মেদিনীপুর শহরের চার্চ স্কুলের মাঠে ছোটদের ফুটবলের আয়োজন করা হয়েছিল । তার মধ্যে ধৃত রাজা খাঁর দল ছিল । রেফারির ভূমিকায় ছিলেন লক্ষ্মণ মাণ্ডি নামে একজন স্কুলশিক্ষক । তিনি খড়্গপুর সাব- ডিভিশন রেফারি অ্যাসোসিয়েশনের সদস্যও । রাজার দল ১-০ এগিয়ে ছিল । কিন্তু বিপক্ষ দল একটি গোল দিলে ফলাফল ১-১ হয় । কিন্তু ওই গোল নিয়ে অসন্তোষ প্রকাশ করে রাজা । সে মাঠে ঢুকে রেফারি লক্ষ্মণ মাণ্ডিকে রীতিমতো শাসাতে শুরু করে এবং ধাক্কাধাক্কিও করে৷ এমনকি রেফারির পেটে লাথি পর্যন্ত মারে রাজা । শেষ পর্যন্ত রেফারি গোলটি বাতিল করতে বাধ্য হন ।
এই ঘটনায় ওই ভিডিও এক্স-এ শেয়ার করে তীব্র ভাষায় প্রতিবাদ জানান শুভেন্দু অধিকারী । তিনি মন্তব্য করেন,’পুলিশ প্রশাসনের প্রশ্রয়ে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ তৃণমূলী সমাজবিরোধী গুণ্ডাদের কীর্তি দেখুন ।’ অন্যদিকে ‘এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই’ বলে দায় এড়ানোর চেষ্টা করেছে শাসকদল নেতৃত্ব ।।
Trinamool leader’s son arrested for kicking referee in stomach