এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৬ আগস্ট : যত ২০২৬ সালের নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিতর্কিত এবং উত্তেজক বক্তব্য রাখছেন বিভিন্ন দলের নেতানেত্রীরা । এই বিষয়ে সব থেকে শীর্ষে আছেন আব্দুর রহিম বক্সীর মত রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের কিছু নেতা-নেত্রী । গতকাল রাতে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে মঞ্চে ভাষণ দেওয়ার সময় বেশ কিছু বিতর্কিত মন্তব্য করে বসেছেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে “মীরজাফর” বলে আক্রমণ করেছেন । শুধু তাইই নয়,তৃণমূল নেতা হুমকি দিয়েছেন যে রক্ত নিয়ে ফের তারা ভারতকে স্বাধীন করবেন । এদিকে পালটা প্রতিক্রিয়া বিজেপি বলেছে, ওর ঠ্যাং ভেঙে বাংলাদেশে ওর ছেলের কাছে পাঠিয়ে দেবো ।
আব্দুর রহিম বক্সীর সেই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ার খবরের চ্যানেলগুলিতে প্রকাশিত হয়েছে । তাকে বলতে শোনা গেছে, ‘পলাশীর প্রান্তরে লাশের পর লাশ বিছিয়ে আমাদের সেদিনকার মীরজাফরের সহযোগিতায় রবার্ট ক্লাইভের হাত ধরে ভারতবর্ষটাকে তখন দখল করেছিল বাংলার মধ্য দিয়ে । এই মীরজাফররা আজকে ভারতবর্ষে শাসন ক্ষমতায় আছেন । বিজেপি নামক এই মীরজাফর, রাজ্যের বিরোধী দলনেতা, বিজেপির এমপি এমপি-এমএলএরা, দেশের প্রধানমন্ত্রী, তারা মীরজাফরের মত আর একটা রবার্ট ক্লাইভকে ঢুকিয়ে নতুন করে ভারতবর্ষকে পরাধীন করার চক্রান্ত করছে। আমি শুধু আপনাদের কাছে এই স্বাধীনতা দিবসের দিন অনুরোধ করবো একবার ইতিহাসের পাতাটা উল্টে দেখুন, ক্ষুদিরাম বসুর ফাঁসির সেই দৃশ্যটা চোখের সামনে তুলে নিয়ে আসুন। বিনয়-বাদল-দীনেশ- ক্ষুদিরাম বসুর সেই বক্তব্যগুলোকে সামনে তুলে নিয়ে আসুন । বিজেপি জিততে পারবে না । মোদি সরকার টিকতে পারবে না ।
এরপর ওই তৃণমূল নেতা এরপর বলেন,’এখানে যারা বড় বড় কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা টিকতে পারবে না । নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দিব । আমি ওনার সামনে করজোড়ে প্রণাম করে নিচ্ছি । আপনার সেই বাণী আজ আমরা আর শুনবো না । আপনি রক্ত চেয়েছিলেন, রক্ত দিয়েছেন বিনয়-বাদল- দীনেশ ও লক্ষ লক্ষ ভারতবাসী । আমরা রক্তের বিনিময়ে দেশ পেয়েছিলাম । সেই দেশের স্বাধীনতা আজ বিপন্ন । আমরা রক্ত দিব না । আমরা রক্ত নিতে চাই৷ রক্ত নিয়ে ভারতবর্ষকে স্বাধীন করবো । পূর্ণাঙ্গ স্বাধীনতা পাবো রক্ত দিয়ে নয়, রক্ত নিয়ে । তাই আজকের রক্ত নেবার দিন এসেছে বন্ধু ।’
মালদা শহরের রথবাড়ি এলাকার জনসভার মঞ্চ থেকে এই প্রকার বিতর্কিত এবং উস্কানি মূলক মন্তব্য করেছেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। পাশাপাশি ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের কথিত হেনস্তার অভিযোগ তুলে বিজেপিকে নিশানা করেছেন তিনি । পালটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইংরেজবাজার পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুরী । তিনি বলেছেন,’ওনার ক্ষমতা থাকলে করে দেখান । আর যদি এটা তিনি করে দেখাতে পারেন তাহলে আমরা কথা দিচ্ছি যে তার ঠ্যাং ভেঙে বর্ডারের ওপান্তে ফেলে দেবো । এমনিতেই তার ছেলে বাংলাদেশে থাকে। একসঙ্গে বাপ-বেটাকে ওখানে পাঠিয়ে দেবো ।’।