এইদিন ওয়েবডেস্ক,মালয়েশিয়া,১৬ আগস্ট : মহম্মদ ইউনূসের নেতৃত্বে হিযবুত,জামাত ইসলামি, বিএনপির মত জঙ্গি গোষ্ঠীগুলি ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত হয়ে গেছে । ইসলামী স্টেট, আল-কায়েদা, আনসারুল বাংলার মত কুখ্যাত সংখ্যার সংগঠনগুলি তাদের কর্মকাণ্ড বাড়াতে শুরু করেছে । শুধু তাই নয়, বাংলাদেশী সন্ত্রাসবাদীরা ভারত,নেপাল সহ বিভিন্ন দেশে গিয়ে তাদের সংগঠনের শাখা প্রশাখা বিস্তার করার চেষ্টা করছে । ইসলামী রাষ্ট্র মালয়েশিয়াতেও কর্মকাণ্ড চালাতে শুরু করেছিল ওই সমস্ত সন্ত্রাসবাদী সংগঠনগুলি । যে কারণে কোন বাংলাদেশিকে আর দেশে আসার অনুমতি দিচ্ছে না মালয়েশিয়া সরকার । ফের ৯৮ জন বাংলাদেশিকে বিমানবন্দর থেকে পত্রপাঠ বিদেয় করে দিল তারা ।
জানা গেছে,মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে ৯৮ বাংলাদেশিকে। বিমানে করে ঢাকা থেকে কুয়ালালামপুর গেলেও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি তারা। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশীয় বার্তাসংস্থা বার্নামা । প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ এবং সুরক্ষা সংস্থা (একেপিএস) বিমানবন্দরের প্রথম টার্মিনালে রাত ১টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান চালায়। যদিও প্রতিবেদনে বলা হয়েছে, ১৮১ জনের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করেন সংস্থাটির কর্মকর্তারা। যারমধ্যে ৯৮ বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশের প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে পারেননি। পরে তাদের ‘নো টু ল্যান্ড’ নোটিশ দেওয়া হয় । একেপিএস এক বিবৃতিতে জানিয়েছে, যাদের আটকে দেওয়া হয়েছে তারা বাংলাদেশ থেকে ভোরের একটি ফ্লাইটে এসেছে । দিনের বেলা যেহেতু কঠোর পরীক্ষা -নিরীক্ষা করা হয়, সেটি এড়াতে খুব সম্ভবত তারা ভোরে আসে৷ ভুয়া হোটেল বুকিং, রিটার্ন টিকিট না থাকা এবং পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ দিতে না পারায় তাদের মালয়েশিয়ায় ঢুকতে দেওয়া হয়নি বলে উল্লেখ করেছে সংস্থাটি। তারা বলেছে, যাদের আটকে দেওয়া হয়েছে তারা (পর্যটন ভিসায় এসে) খুব সম্ভবত মালয়েশিয়ায় প্রবেশ করে ভিসার অপব্যবহার করত। তাদের অবৈধভাবে কাজ ও থাকার পরিকল্পনা ছিল। সন্ত্রাসবাদিক কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে তারা মালয়েশিয়া গিয়েছিল কিনা তদন্ত করে দেখছে নিরাপত্তা সংস্থা ।।