এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,১৬ আগস্ট : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে যখন এসআইআর-এর বিরোধিতার নামে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের বাঁচানোর চেষ্টার অভিযোগ উঠছে, অন্যদিকে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা তখন অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারী দেখলেও পত্রপাঠ বিদেয় করে দিচ্ছেন । ফের ২১ জন অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে বলে জানালেন হেমন্ত বিশ্বশর্মা । স্বাধীনতা দিবসের দিন এই পুশব্যাককে তিনি “মধ্যরাতের স্বাধীনতা” বলে অবহিত করেছেন ।
ধরাপড়া অনুপ্রবেশকারীদের ছবি পোস্ট করে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা এক্স-এ লিখেছেন, ‘মধ্যরাতে স্বাধীনতা ? আক্ষরিক অর্থেই ! আজ মধ্যরাতে, অসৎ উদ্দেশ্য নিয়ে ভারতে প্রবেশকারী ২১ জন অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীকে মুক্তি দেওয়া হয়েছে এবং শ্রীভূমি সীমান্ত থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে – যেখানে তারা বাস করে। সনাক্তকরণ এবং পুশব্যাক অব্যাহত থাকবে।’ ছবিতে মহিলা ও শিশুর সংখ্যাই বেশি দেখা গেছে।
স্বাধীনতা দিবসের দিন ভাষণে হেমন্ত বিশ্বশর্মা বলেছিলেন,’আজ যদি আমরা থামি, তাহলে আগামীকাল অনুপ্রবেশকারীরা মা কামাখ্যার পবিত্র পর্বত দখল করার চেষ্টা করবে। যদি আমরা এখনই পদক্ষেপ না নিই, তাহলে কয়েক বছরের মধ্যে আসামের জনসংখ্যা এতটাই বদলে যাবে যে, এমনকি মুখ্যমন্ত্রীও অনুপ্রবেশকারীদের সম্প্রদায় থেকে আসবেন।’।