এইদিন বিনোদন ডেস্ক,১৬ আগস্ট : ভারত থেকে ব্রিটিশদের বেরিয়ে যাওয়ার পর ১৯৪৬ সালের ১৬ আগস্ট ‘ডাইরেক্ট অ্যাকশান ডে’ বা প্রত্যক্ষ কর্ম দিবস ঘোষণা করেছিল সর্বভারতীয় মুসলিম লীগের নেতা ও তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী । তার উদ্দেশ্য ছিল নির্বিচারে হিন্দু নরসংহার করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্কের সৃষ্টি করা । সেই সাম্প্রদায়িক হিংসায় ৭২ ঘন্টার মধ্যে কলকাতায় অন্তত ৪,০০০ এরও বেশি মানুষ মারা যায় এবং ১,০০,০০০ বাসিন্দা গৃহহীন হয়ে পড়ে । হিন্দুদের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন গোপাল চন্দ্র চট্টোপাধ্যায় । যিনি গোপাল পাঠা নামে পরিচিত ছিলেন । সেই বাস্তব ঘটনা অবলম্বনে ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবি তৈরি করেছেন বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রী । ‘ডাইরেক্ট অ্যাকশান ডে’র বর্ষপূর্তিতে আজ শনিবার কলকাতার সিনেমা হলে ছবিটির ট্রেলার প্রকাশ করার কথা ছিল । কিন্তু রাজনৈতিক চাপে সিনেমা হল মালিক তার সিনেমা ঘরের ভাড়া বাতিল করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন পরিচালক ।
শুক্রবার একটি ভিডিও বার্তায় তিনি এই খবর জানিয়েছেন । ভিডিওতে পরিচালক বিবেক অগ্নিহোত্রী বলেছেন, বন্ধুরা, আমি এইমাত্র কলকাতায় পৌঁছালাম । আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে, যা কিছু হোক না কেন বেঙ্গল ফাইলস-এর ট্রেলার আমি কলকাতাতেই লঞ্চ করব । কারণ ওই ছবিটা ডাইরেক্ট অ্যাকশন ডের ওপর নির্মিত । আর কাল হচ্ছে ১৬ আগস্ট । এর থেকে উপযুক্ত সময় এবং জায়গা আর কিছু হতে পারে না । কিন্তু আমি এখানে আসার সাথে সাথেই একটা খারাপ খবর পেলাম । আর সেই খবরটা হল অন্যান্য ছবির মত এই ছবিটার ট্রেলারও একটা সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল। সেই প্রেক্ষাগৃহটা বিখ্যাত একটা নামকরা সিনেমা হল । আমাদের কাছে সমস্ত কিছু অনুমতিও ছিল। সমস্ত যোগাযোগের মাধ্যম ছিল । এই কারণে সকলেই কলকাতা এসে গেছি । কিন্তু এখানে আসার পর এইমাত্র আমি খবর পেলাম যে আমাদের কার্যক্রম বাতিল করে দেওয়া হয়েছে । আর সাফাই দেওয়া হচ্ছে যে তাদের ওপর প্রচুর রাজনৈতিক চাপ আছে। তবে তার লিখিত নয় মৌখিকভাবে বলছে।
যে কারণে সিনেমা হল কর্তৃপক্ষ কোন রাজনৈতিক বিবাদের মধ্যে যেতে চাইছে না। আমি তাদের সমস্যার কথা উপলব্ধি করি। কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান এমন কোন কাজ করবে না যাতে রাজনৈতিকভাবে তাকে ঝামেলায় পড়তে হয়।’
তিনি বলেন,’প্রশ্ন এটা নয় । প্রশ্ন হল কারা সেই লোক, কি ধরনের রাজনৈতিক চাপ, কোন রাজনৈতিক দল আমাদের আওয়াজকে দাবিয়ে রাখতে চায় ? আর তারা এটা কেন করতে চায় ? যে ছবিটা এখনও কেউ দেখেনি । যার সেন্সর সার্টিফিকেট আছে । সেই ছবিকে লোকেরা কেন ক্যানসেল করতে চাইছে ? প্রথমে আমার বিরুদ্ধে এতগুলো এফআইআর দায়ের করা হলো । আমরা এতকিছু কার্যক্রম করলাম, এত আয়োজন করলাম, এত খরচা করলাম, কিন্তু কলকাতায় আসার পর জানতে পারলাম যে ওই সিনেমা হলে আমরা আমাদের ছবি দেখাতে পারবো না । ছবির ট্রেলার দেখাতে পারবো না। এটা গণতন্ত্রের জন্য খুব দুঃখজনক ।’
বিবেক অগ্নিহোত্রী বলেন,’ভারতে কি দুটো সংবিধান চলে ? একটা ভারতের এবং একটা বাংলার ? কিন্তু আমিও পরাজিত হতে শিখিনি, বন্ধুরা । আমি যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তখন আমার যা কিছু করণীয় আমি করব । যাই হোক না কেন ট্রেলার এখানেই লঞ্চ হবে । ১৯৪৬ সালের ১৬ আগস্ট ডাইরেক্ট একশান ডে এবং তারপর নোয়াখালীর নরসংহারে কয়েক হাজার মানুষের জীবন চলে গেছে । যে বিষয়ে কেউ জানে না । তাহলে কি কারনে সেই কাহিনী বলার জন্য কিছু মানুষ আমার উপর অসন্তুষ্ট ?’ তিনি স্পষ্ট ভাষায় বলেন,’ট্রেলার তো কলকাতাতেই লঞ্চ হবে । আমি চুপ থাকতে পারিনা। কারণ সত্য কখনো চাপা থাকে না । অনুগ্রহ করে আপনারা আমায় আশীর্বাদ করুন, সমর্থন করুন, যাকে আমি ইতিহাসের পাতার সেই কঠিন বাস্তব কাহিনীকে তুলে ধরার আমি শক্তি পাই । এটা একটা অন্ধকার অধ্যায় ।’ জানা গেছে যে আজ দুপুর ১২ টায় কলকাতাতেই ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলার লঞ্চ হবে । কিন্তু কোথায় হবে তা জানা যায়নি ।।