এইদিন ওয়েবডেস্ক,ঘাটাল,১৫ আগস্ট : রাজ্য সরকারের নতুন প্রকল্প “আমার পাড়া আমার সমাধান” কে ‘আই প্যাকের নতুন ঢপের চপ’ বলে অবিহিত করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেই সাথে তিনি জানান, ২০২৬ সালের জানুয়ারী থেকে এটা হবে “আমার পাড়া, তৃণমূল তাড়া” । আজ শুক্রবার ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপন ও সেবাদান কর্মসূচি উপলক্ষে ঘাটালের মনশুকা-১গ্রাম পঞ্চায়েতের ঘোড়ইঘাটে গিয়ে এই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী ।
তিনি বলেন,’এখন বেরিয়েছে আই প্যাক-এর নতুন ঢপের চপ- আমার পাড়া আমার সমাধান । আর ২৬ এর জানুয়ারি মাস থেকে আপনারা বলবেন আমার পাড়া তৃণমূল তাড়া ।’ তিনি বলেন,’অভয়ার খুনি, নারী নির্যাতনকারী, হরগোবিন্দ দাস চন্দন দাসকে হত্যাকারীকে তাড়াতেই হবে ।’
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘাটাল মাস্টার প্লান করার প্রতিশ্রুতিকে ‘ঢপবাজ’ বলে অবিহিত করেছেন শুভেন্দু অধিকারী । তিনি বলেন,’এই ঢপবাজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এ রাজ্য থেকে যদি না যায় তাহলে প্রত্যেক বছর ঘাটাল ভেসে যাওয়া এবং চোরাগলির ব্যবসা বন্ধ হবে না । একে তাড়াতেই হবে । প্রতি বছর আসবে, কোন রাস্তার পাশে দাঁড়াবে, শুকনো ডাঙ্গায় দাঁড়াবে, তার পাশে একটু জলে নামবে, তারপর তু খিঁচ মেরি ফটো ।’ তিনি বলেন,’যে দুটো মাস্টার প্ল্যান হয়েছে এগারোর আগেই । এগারোর পরে মাস্টার প্ল্যান হয়নি । ইনি একটা কিছু করেননি । ইনি ইমাম ভাতা দিয়েছেন । মোয়াজ্জেম ভাতা দিয়েছেন । ইনি এপাং উপাং ঝপাং করেছেন । আর কিছু করেননি ।’
শুভেন্দু অধিকারী বলেছেন, ‘এইসব ঢপবাজি মাস্টার প্ল্যানের জমি অধিগ্রহণ হয়নি । পরিকল্পনাই অনুমোদন হয়নি । বলে ৫০০ কোটি দিয়েছে। ৫০০ কোটি কোথায় দিয়েছে ? ভোটের সময় ধরার জন্য দিয়েছে । লোকেরা বলে দিয়েছে এক ছটাক জমিয়ে দেবো না । ৬ মাস পরে বিধানসভার ভোট । সেপ্টেম্বরটা পেরিয়ে গেলে আবার শুকনো । আবার জুন-জুলাই থেকে ভাসো । তার আগে আবার ভোটটা নিয়ে নাও । তাই এদেরকে আপনারা বিশ্বাস করবেন না । অবশ্য ঘাটাল বিশ্বাস করে না।’
ঘাটালের সাংসদ দেবকান্ত অধিকারীকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, আর একজন এমপি আপনাদের, তিনবার জিতে গেছে, আই লাভ ইউ আই লাভ ইউ শুধু ।’ তিনি বলেন,’১৪৮ টা ঘাটাল চাই । ১৪৮ টা নন্দীগ্রাম চাই । তাহলেই প্রাক্তন হবে মমতা। আর বিজেপির হাত ধরে ঘাটাল মাস্টার প্ল্যান হবে ।’।