এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৫ আগস্ট : তৃণমূল সরকারের ক্যাবিনেটের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির সময় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল । সুপ্রিম কোর্ট ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেলটাই বাতিল করে দেয় । আর রাজ্য সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতর কারনে প্রায় ২০ হাজার যোগ্য শিক্ষক ও অশিক্ষক কর্মীরা চাকরি হারান । মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন রাজ্য সরকার যোগ্য- অযোগ্য চিহ্নিত না করায় আজও যোগ্য প্রার্থীরা রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। হকের চাকরি ফিরে পেতে সেই আন্দোলনে দেখা গিয়েছিল বছর ৩৫ এর শিক্ষক ঝাড়গ্রামের বাসিন্দা সুবল সোরেনকে । কিন্তু বুকে বঞ্চনার একরাশ ব্যাথা নিয়ে আজ স্বাধীনতা দিবসের দিন না ফেরার দেশে চলে গেলেন তিনি । ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি । আজ শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার ।
জানা গেছে,স্ত্রী-সন্তানকে নিয়ে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় এক ভাড়া বাড়িতে থাকতেন সুবল সোরেন । উচ্চ রক্তচাপ জনিত সমস্যা ছিল। চাকরি হারানোর পর থেকে নিয়মিত ওষুধও খেতেন না। সংসার চালানোর চিন্তা এবং সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় চিন্তায় হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি । এদিকে টানা কোলেস্টেরলের ওষুধ না খাওয়ায় গত সোমবার বাড়িতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি । তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখান থেকে তাঁকে কলকাতার একটা বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । কিন্তু শেষ রক্ষা হল না । এদিকে সুবল সোরেনের মৃত্যুকে সরকার, বিচারব্যবস্থা এবং রাষ্ট্রষন্ত্রের মর্মান্তিক পরিনতি বলে অবিহিত করেছেন শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের অন্যতম নেতা মেহবুব মণ্ডল ।।