এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,১৪ আগস্ট : অপারেশন সিঁদূরে ভারতীয় সেনার কাছে নেস্তনাবুদ হওয়ার পর এবার চীনের ধাঁচে সেনাবাহিনী তৈরির ঘোষণা করল পাকিস্তান । বুধবার গভীর রাতে ৭৮তম স্বাধীনতা দিবস এবং ভারতের সাথে সাম্প্রতিক চার দিনের সামরিক সংঘাত স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ঘোষণা করেছেন । তিনি বলেছেন,’আমরা একটা সুসজ্জিত আর্মি রকেট ফোর্স তৈরি করব । উন্নত প্রযুক্তি এবং যুদ্ধ ক্ষমতা জোরদার করার ক্ষেত্রে এই বাহিনী একটি মাইলফলক হিসেবে কাজ করবে ।’
তবে নতুন বাহিনীর দায়িত্ব সম্পর্কে আর কোনও বিস্তারিত তথ্য দেননি শাহবাজ শরীফ। কিন্তু পাকিস্তানের নতুন বাহিনী স্পষ্টতই চীনা পিপলস লিবারেশন আর্মি দ্বারা অনুপ্রাণিত হবে বলে মনে করা হচ্ছে । এই বাহিনীকে স্থল-ভিত্তিক ব্যালিস্টিক, হাইপারসনিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র আক্রমণের উপযোগী করে গড়ে তোলা হবে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ৷।