এইদিন স্পোর্টস নিউজ,১৪ আগস্ট : উয়েফা সুপার কাপের শিরোপা জিতলো পিএসজি । ইতালির উদিনিতে বুধবার ৮৪ মিনিট পর্যন্ত ইংলিশ দল টটেনহ্যাম এগিয়ে ছিল ২-০ গোলে। এরপরই পিএসজির অসাধারণ প্রত্যাবর্তন করে। ৮৫তম মিনিটে গোল করেন বদলি নামা দক্ষিণ কোরিয়ান উইঙ্গার লি কাং-ইন। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সমতা ফেরান গন্সালো রামোস। পরে টাইব্রেকারে এনরিকের দল জিতে যায় ৪-৩ গোলে। গত মৌসুমে ট্র্রেবল জয়ের ইতিহাস গড়া দল নতুন মৌসুম শুরু করল ট্রফি জিতেই।
তবে ম্যাচের পর নিজের সত্যিকারের ভাবনাই জানালেন পিএসজি কোচ লুইস এনরিকে। ক্লাব বিশ্বকাপ খেলার পর বিশ্রাম-বিরতির সময় খুব বেশি ছিল না। তার পরই আবার মাঠে নেমে প্রস্তুতি শুরু করতে হয়েছে, সেটিও তুলে ধরলেন তিনি। প্রতিপক্ষকে কৃতিত্ব দিলেও এনরিকে বললেন, এক মুহূর্তের জন্যও বিশ্বাস হারায়নি তার দল।
পিএসজির অধিনায়ক মার্কিনিয়োস অবশ্য বিশ্বাস করে উঠতে পারছেন না, শেষ পর্যন্ত তারা জিতেছেন। গত মৌসুমের ক্লান্তি-শ্রান্তি এখনও কাটিয়ে উঠতে পারেনি দল। সেই চ্যালেঞ্জের কথাও বললেন এই ডিফেন্ডার। রবিবার শুরু হচ্ছে ফরাসি লিগ । ফরাসি লিগে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবেন পিএসজি।।