এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৩ আগস্ট : সুপ্রিম কোর্টে ফের জোর ধাক্কা খেলো রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম প্রেমীরা । সর্বোচ্চ আদালত সাফ জানিয়ে দিয়েছে যে নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে (SIR) নির্বাচন কমিশনের নথি যাচাইয়ের প্রক্রিয়া ‘ভোটার বিরোধী’ নয় । বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের মামলার শুনানিতে আজ বুধবার একথা স্পষ্ট করে দিয়েছে বিচারপতি সূর্য কান্ত এবং জয়মাল্য বাগচীর বেঞ্চ ।
মামলাকারীর পক্ষে সওয়াল করেন প্রবীণ কংগ্রেস নেতা আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি ৷ তিনি ভোটার তালিকার সংক্ষিপ্ত সংশোধনের সময় যোগ্য নথির সংখ্যা কমিশন ৭ থেকে ১১ করায় প্রশ্ন তোলেন। যদিও তার কোনো যুক্তিই ধোপে টেকেনি । বিচারপতি বাগচী বলেন,’আমরা আপনার আধার সংক্রান্ত যুক্তি শুনেছি। কিন্তু নথির সংখ্যার বিষয়টি আসলে ভোটার -বান্ধব, বিরোধী নয়। কতগুলি নথির মাধ্যমে আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারছেন সেটাও দেখুন।’ বিচারপতি বাগচীর মন্তব্যে সায় দিয়ে বিচারপতি সূর্য কান্তও বলেন,’যদি ভোটারদের কাছে ১১টি নথিই চাওয়া হত, তাহলে তা ভোটার-বিরোধী। কিন্তু যদি একটিই নথি চাওয়া হয়, তাহলে কি হবে ?’
উল্লেখ্য, বিহারে এসআইআরে বাদ পড়েছে প্রায় ৬৫ লক্ষ ভোটার। বিধানসভার ভোটের ঠিক মুখেই বিপুল সংখ্যক ভোটব্যাঙ্ক কেটে যাওয়ায় কার্যত আতঙ্কে আছে কংগ্রেস এবং আরজেডি । যেকারণে এসআইআর হত্যাহারের নির্দেশ দেওয়ার দাবী জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কংগ্রেস, আরজেডি, তৃণমূল কংগ্রেস, বামপন্থী, সমাজবাদী পার্টি সহ ইন্ডি জোটের শরিক দলগুলি । এসআইআর নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। এরই মাঝে বিহারে এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের সঙ্গে সহমত পোষণ করে মঙ্গলবার শীর্ষ আদালতও স্পষ্ট জানিয়েছে যে আধার কার্ডকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে নেওয়া যায় না। আজ বুধবার ফের এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্ট জানাল, নির্বাচন কমিশনের চাওয়া নথিগুলি ভোটার-বান্ধব। ফলে সুপ্রিম কোর্টের এই রায় ইন্ডি জোটের কাছে একটা চরম ধাক্কা বলে মনে করা হচ্ছে ।।
Intruder lovers face another setback in Supreme Court; Top Court clarifies SIR is ‘not anti-voter’