এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৩ আগস্ট : স্বামীর সঙ্গে অশান্তির জেরে ২ বছরের শিশু সন্তানকে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করল মা । মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার আহোড়া এলাকায়। জনকা মন্ডল সরকার(২২) নামে ওই বধূ বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ।
জানা গেছে,আহোড়া গ্রামের বাসিন্দা আহোড়া জনকাদেবীর স্বামী গণেশ সরকার বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মী। দিন কয়েক আগে দুপুরের খাবার নিয়ে তাদের মধ্যে অশান্তি হয় ৷ তার জেরে মঙ্গলবার বিকালের দিকে ওই মহিলা প্রথমে তার দুই বছরের শিশু সন্তানকে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন । এরপর নিজে বিষ পান করার পাশাপাশি হাতের ও গলার শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন।
জানা যায়, জনৈক এক প্রতিবেশী মহিলা জনকা দেবীকে রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে ছুটে গিয়ে লোকজন ডাকাডাকি করেন । এরপর প্রতিবেশীরা মা ও শিশুসন্তানকে উদ্ধার করে প্রথমে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন । মহিলার অবস্থার অবনতি হলে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয় । বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক । আজ বুধবার মৃত শিশুর দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।
জনকাদেবীর স্বামী গণেশ সরকার বলেন,’স্বামী-স্ত্রীর মধ্যে কোনো কারনে কলহ হতেই পারে । কিন্তু তুচ্ছ বিষয় নিয়ে আমার স্ত্রী যে এমন সাংঘাতিক ঘটনা ঘটাবে কল্পনাও করিনি।’ ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।।