প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৩ আগষ্ট : পর পর পথ দুর্ঘটনা । আর তাতেই বেঘোরে প্রাণ হারালেন তিনজন।গুরুতর জখম হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক যুবক। বুধবার সকাল ৯ টা থেকে ১০ টার মধ্যে ভয়াবহ এই পথ দুর্ঘটনাগুলি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানা এলাকার মুসুন্ডা ও জৌগ্রামের সড়ক পথে। পুলিশ জানিয়েছে মৃতরা হলেন,শিবাজিত হাঁসদা (১৮), অরিন্দম মুরমু (১৮) এবং মসলেম মল্লিক (৬২)। জখম ১৯ বছর বয়সী যুবকের নাম হিমাংশু হেমব্রম চিকিৎসাধীন রয়েছেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে । পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জামালপুরের মুহিন্দর গ্রামে বাড়ি শিবাজিতের।অরিন্দমের বাড়ি জামালপুরের বিষ্ণুবাটি গ্রামে। আর জামালপুরের সাহাপুরে হিমাংশুর বাড়ি।এই তিনজন অভিন্ন হৃদয় বন্ধু । বাইকে চড়ে এই তিনজন মঙ্গলবার সন্ধ্যায় বর্ধমান ২ নম্বর ব্লকের শক্তিগড়ে আদিবাসী ফাংশন দেখতে গিয়ে ছিলেন। বুধবার সকালে বাইকে চেপে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে তিনজন একসাথে সেখান থেকে বাড়ি ফিরছিলেন। পথে জামালপুরের মুসুন্ডা এলাকায় বাইক আরোহীরা দুর্ঘটনার কবলে পড়েন।গুরুতর জখম অবস্থায় তিনজনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।সেখানে শিবাজিত ও অরিন্দমকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক । জখম অবস্থায় হিমাংশু বর্ধমান হাসপাতালে চিকিৎসধীন রয়েছেন।
অপর দুর্ঘটনাটি ঘটে একই সড়ক পথের জৌগ্রামে । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , প্রৌঢ় মসলেম মল্লিক সাইকেলে চেপে জামালপুরের আবুজহাটির দিকথেকে জৌগ্রামের দিকে ফিরছিলেন।১৯ নম্বর জাতীয় সড়কের সাইডলেন দিয়ে তিনি যখন সাইকেল চালিয়ে যাচ্ছিলেন তখন একটি ট্র্যাক্টর তাকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মসলেম মল্লিকের মৃত্যু হয় । পুলিশ ঘটনাস্থল থেকে প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি ঘাতক ট্র্যাক্টরটিকেও আটক করেছে।
দুর্ঘটনায় মৃত তিনজনেরই দেহের ময়নাতদন্ত এদিন হয় বর্ধমান হাসপাতাল পুলিশ মর্গে । ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় পরিবার সদস্যরা মৃতদেহ নিয়ে বাড়িতে পৌছান । এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ জানিয়েছে,দুর্ঘটনা গুলির তদন্ত শুরু হয়েছে ।।