কেন্দ্রীয় নির্বাচন কমিশন বিশেষ নিবিড় সংশোধন (SIR) শুরু করার সিদ্ধান্ত নিয়েছে । বিহারে এসআইআর-এর কাজ সম্পুর্ণ । অন্তত ৬৫ লাখ নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে বলে খবর । তার মধ্যে রয়েছে অনুপ্রবেশকারী,মৃত ভোটার, অস্তিত্বহীন ভোটার প্রভৃতি । চলতি মাস থেকে পশ্চিমবঙ্গে এসআইআর-এর কাজ শুরু হওয়ার কথা রয়েছে৷ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তার ভাইপো অভিষেক ব্যানার্জি হুঙ্কার দিয়েছেন যে তারা একটা নামও বাদ দিতে দেবেন না । মুখ্যমন্ত্রী তো ব্লক লেভেল অফিসারদের পর্যন্ত এই বিষয়ে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন । এদিকে বিহারে বিপুল সংখ্যক ভুয়ো ভোটার বাদ যাওয়ায় বিপাকে পড়ে গেছে কংগ্রেস, আরজডি ৷ কারন ওই ভোটের ভরসায় তারা বিহারে জোট সরকার গড়ার স্বপ্ন দেখছিল । কিন্তু তাদের সেই আশায় জল ঢেলে দিয়েছে নির্বাচন কমিশন । আর এতে চরম ক্ষুব্ধ হয়ে নির্বচন কমিশনের বিরুদ্ধে “ভোট চুরি” র মিথ্যা অভিযোগ তুলে রীতিমতো উৎপাত শুরু করে দিয়েছে ৷ সেই দলে যোগ দিয়েছে তৃণমূল কংগ্রেস, অখিশেশ যাদব ও ফারুক আবদুল্লারা । কিন্তু রাহুল গান্ধীরা কেন একটা মিথ্যা অভিযোগ তুলে বাজার গরম করতে চাইছে ?
প্রবীণ সাংবাদিক প্রদীপ সিং মনে করছেন যে গণতন্ত্রকে অপমান করার জন্য এটি একটি পুরনো কৌশল। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশেও একই পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। ইন্ডিয়া টিভির একটা বিতর্কে অংশে নিয়ে তিনি এই কথা বলেছেন । তিনি বলেন,’রাজীব গান্ধী ১৯৮৯ সালের পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানান এবং ভারতে বিজেপির উত্থান নিয়ে প্রশ্ন তোলেন৷’ কংগ্রেস আমলের ভোট চুরির দৃষ্টান্ত দিয়ে সাংবাদিক প্রদীপ সিং বলেন,’কিভাবে ভোট চুরি হয় ? ১৯৫২ সালের লোকসভা নির্বাচনে, রামপুর আসনে মৌলানা আজাদ ৩০,০০০ ভোটে পিছিয়ে ছিলেন । প্রধানমন্ত্রী নেহেরু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে সতর্ক করেছিলেন: যদি মৌলানা হেরে যান, তাহলে আপনাকে বরখাস্ত করা হবে । মুখ্যমন্ত্রী জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছিলেন বিজয়ী প্রার্থীর ব্যালট পেপার মৌলানা আজাদেএ ব্যালট পেপার অদলবদল করে দিতে । ফলাফল: মৌলানা আজাদ জিতেছিলেন।’ তিনি জানান, সেই সময় ব্যালটে প্রার্থীর নাম বা দলীয় প্রতীক থাকতো না৷ দুটি ব্যালট বক্স থাকত । আর সেই সুযোগ কাজে লাগিয়েছিল নেহেরু । তিনি বলেন,’জনাদেশকে সন্ধিগ্ধ করে তোলার একটা প্যাটার্ন এই দেশে চলছে । আর এই প্যাটার্ন এসেছে বাংলাদেশ থেকে । বাংলাদেশে এভাবেই শুরু হয়েছিল । চুরি করে জেতা, বেইমানি করে জেতা,ভোট লুট করে জেতা প্রভৃতি । ভারতে এটা নতুন ঘটনা নয়৷’।