এইদিন ওয়েবডেস্ক,মেঘালয়,১৩ আগস্ট : মেঘালয়ের স্থানীয়রা একজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পিটিয়ে মেরে ফেলেছে। মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি পাহাড়ের কাইথা কোনায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে । সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । ভিডিওতে এক অর্ধনগ্ন রক্তাক্ত বাংলাদেশিকে ছুটিয়ে নিয়ে যেতে দেখা গেছে বিশাল জনতাকে । ভিডিওতে নিরাপত্তা বাহিনীকেও দেখা গেছে । তবে জনতার সামনে সেই সংখ্যা নগ্ন । বলা হচ্ছে যে মৃত বাংলাদেশির নাম আকরাম । তার বাড়ি বাংলাদেশের শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কোনো এক গ্রামে ।
পিটিআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, ওই বাংলাদেশি গত সোমবার অবৈধভাবে ভারতের সীমান্তে ঢুকে পড়ে । কিন্তু সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কাইথা কোণা গ্রামের বাসিন্দারা তাকে ধরে ফেলেন । তারপরে শুরু হয় গণধোলাই। মেঘালয়ের খাসি হিলস জেলার পুলিশ সুপার বানরাপ জিরওয়া জানান, গ্রামবাসীরা আহত ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয়, পরে তাকে মহেশখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় আকরামের।।