এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১২ আগস্ট : বেলুচিস্তান লিবারেশন আর্মির(বিএলএ) অতর্কিত হামলায় নিকেশ হল ৯ পাকিস্তান সেনা । আজ মঙ্গলবার (১২ আগস্ট) দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তানের ওয়াশুক জেলায় এই হামলার ঘটনা ঘটেছে । মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে থাকা দুটি গুরুত্বপূর্ণ স্বাধীনতাকামী গোষ্ঠীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করার একদিন পরই সর্বশেষ এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত এই ঘটনার ব্যাপারে আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।
পাকিস্তান অধিকৃত বেলুচিস্তান প্রদেশে স্বাধীনতার লড়াই চলছে দীর্ঘ সাত দশকের অধিক সময় ধরে । প্রায়ই দখলদার বাহিনীর উপর হামলা চালিয়ে বহু হতাহত করে স্বাধীনতাকামী যোদ্ধারা । ওয়াশুক জেলার একজন সিনিয়র কর্মকর্তা জানান, বহু সংখ্যক যোদ্ধা একটি পুলিশ স্টেশন এবং সীমান্ত রক্ষী বাহিনীর ঘাঁটিতে হামলা চালায়। নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে তিনি বলেন, সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর পথে যোদ্ধাদের হামলার শিকার হয়। তিনি আরও বলেন, মোটরসাইকেলে প্রায় ৪০ থেকে ৫০ জন যোদ্ধা সরকারি ভবনে হামলা চালিয়ে লুটপাট চালিয়েছিলেন । এই হামলায় নয় সেনা নিহত হন। এছাড়া আহত হয়েছেন আরও ছয়জন পাকিস্তানি সেনা।এই অঞ্চলে প্রভাব বিস্তার করা দুটি গুরুত্বপূর্ণ গোষ্ঠী হলো বেলুচিস্তান লিবারেশন আর্মি এবং মাজিদ ব্রিগেড দু’টি গোষ্ঠীকেই সোমবার ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ভারতের শত্রুতা করার জন্যই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে এই পুরষ্কার দিয়েছেন বলেই মনে করা হচ্ছে।।