এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১২ আগস্ট : ভোটার তালিকায় কারচুপির প্রমান পেয়ে চার আধিকারিককে বরখাস্ত করার এবং তাদের বিরুদ্ধে এফআইআর রুজু করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন । এ ছাড়া এক ‘ডেটা এন্ট্রি অপারেটর’-এর বিরুদ্ধে এফআইআর রুজু করতেও বলেছিল। কিন্তু কমিশনের সেই নির্দেশ উপেক্ষা করেন রাজ্য সরকারের মুখ্য সচিব মনোজ পন্থ (CS Manoj Pant)। পরিবর্তে দু’জনকে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব থেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নেন । বিষয়টি স্পষ্ট রুপে নির্দেশ লঙ্ঘন হিসাবে দেখছে কমিশন । এবারে আজ বিকেল ৫ টার মধ্যে মুখ্য সচিব মনোজ পন্থ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অফিসে জরুরি তলব করা হয়েছে । শোনা যাচ্ছে যে তিনি যাবেনও । এখন প্রশ্ন উঠছে সে শাসকদল তৃণমূল কংগ্রেসের কথা মেনে চলতে গিয়ে কি তিনি বলির পাঁঠা হয়ে গেলেন ?
প্রসঙ্গত, ভোটার তালিকায় কারচুপি করা দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার দু’জন করে ৪ ইআরও (নির্বাচনী নিবন্ধন আধিকারিক) এবং এইআরওকে সাসপেন্ড করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ।শুধু তাইই নয়, অপরাধমূলক কার্যকলাপের’ জন্য তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন এফআইআর করার নির্দেশও দিয়েছে । তাদের মধ্যে রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পূর্বের দুই ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী এবং তথাগত মণ্ডল । পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভা কেন্দ্রের দুই ইআরও বিপ্লব সরকার ও সুদীপ্ত দাস। তাঁদের পাশাপাশি সুরজিৎ হালদার নামে এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছিল । প্রথমে ৫ অগস্ট রাজ্যকে একটি চিঠি পাঠিয়েছিল কমিশন। পরে ৮ অগস্ট ফের চিঠি পাঠায় ।
কিন্তু সোমবার কমিশনকে চিঠি পাঠিয়ে মুখ্য সচিব মনোজ পন্থ জানান,আপাতত পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের ‘সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক’ (এইআরও) সুদীপ্ত দাস এবং দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ‘ডেটা এন্ট্রি অপারেটর’ সুরজিৎ হালদারকে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব থেকে থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। ঘটনার প্রেক্ষিতে অভ্যন্তরীণ অনুসন্ধান শুরু হয়েছে। অনুসন্ধান শেষে রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী পদক্ষেপ করা হবে । অর্থাৎ, বারুইপুর পূর্ব এবং ময়না বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকার কাজ যাঁদের তত্ত্বাবধানে চলছিল, সেই দু’জন ইআরও রাজ্য ক্যাডারের (ডব্লিউবিসিএস) অফিসার। ওই দুই ইআরও এবং বারুইপুর পূর্বের এইআরও-র বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ করতে চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । আর রাজ্য সরকারের এই মতিগতি টের পেয়েও মুখ্য সচিব মনোজ পন্থকে আজ দিল্লিতে জরুরি তলব করা হয় । নির্বাচনের আগে কমিশনের এমন কড়া পদক্ষেপে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে ।।